গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৭১ বার পঠিত
“সুস্থ্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” প্রতিপাদ্যকে সামনে রেখে ‘একটি ফুটবল, একটি পৃথিবী’ স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) বরাট ক্লাব হাউজের আয়োজনে ছোট ভাকলা বরাট চৌধুরী আব্দুল হামিদ একাডেমী হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গোয়ালন্দের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ‘গোয়ালন্দ ফুটবল একাডেমী এবং ‘বরাট ক্লাব হাউজ একে অপরের মুখোমুখি হয়।
নির্ধারিত সময়ের খেলায় বরাট ক্লাব হাউজ ১-০ গোলে গোয়ালন্দ ফুটবল একাডেমীকে পরাজিত করে।
প্রীতি ফুটবল ম্যাচে এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা তিতাস খান, পরিচালক মো. আলমগীর হোসেন, কোচ, আরিফ হোসেন নারু, মো. এরশাদ মন্ডল, বরাট ক্লাব হাউজের সাবেক ক্রীড়া সম্পাদক রাশেদুল ইসলাম, মোহাম্মদ হৃদয়, মো. অমি, শান্ত খান প্রমুখসহ অন্যান্য সদস্যবৃন্দ।
প্রীতি ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন, মো. জসিম মোল্লা, কাউছার শেখ, বিধান শেখ।
গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি’র প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন বলেন, খেলার মান উন্নয়ন ও খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক খেলায় অভিজ্ঞতা বাড়াতেই প্রীতি ম্যাচে অংশগ্রহণ । এধরনের ম্যাচে খেলোয়াড়দের মধ্যে ভাতৃত্বের বন্ধন অটুট রাখার পাশাপাশি ভালো খেলোয়াড় বাছাই কার্যক্রম করার সুযোগ তৈরি হয়।