ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ডিস ব্যবসা দখলের চেষ্টায় ব্যবসায়ীকে মারধর ডুমুরিয়ায় নদীর উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ  ও নদী খননের দাবীতে মানববন্ধন কুড়িগ্রামে যুব সংগঠন কর্তৃক ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ৩০ জন কিশোর-কিশোরী পেল সম্মাননা পাইকগাছায় বিএনপি নেতা মুছার বিরুদ্ধে হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে সাংবাদ সম্মেলন ভোলায় নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরতে নিষেধ করায় হামলার শিকার স্থানীয়রা জাতীয় পার্টি পিপীলিকা নয়-জাতীয় পার্টি বাজপাখি : মোস্তফা পাংশায় স্বামীর বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে প্রবাসীদের সহায়তায়- গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে ক্রীড়া সামগ্রী বিতরণ ভোলায় জামায়াতের নতুন জেলা আমির মাস্টার জাকির হোসাইনের শপথ

গোয়ালন্দে নাট‍্য উৎসবের সমাপনীতে মঞ্চ নাটক ”নাচ মহল” দেখতে জনতার ঢল

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০১:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ১১৭ বার পঠিত
 গোয়ালন্দ নাট‍্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত নাট‍্য উৎসবের সমাপনী দিনে ‘নাচ মহল’ নাটকে দর্শকের ঢল নেমে এসেছে গোয়ালন্দ বাজার মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে।
গ্রাম বাংলার ঐতিহ্য মঞ্চ নাটকের প্রতি মানুষের আগ্রহ এখনো কমেনি একটুও। ব‍্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে গোয়ালন্দের নাট্য উৎসবে হাজির হয়েছে ৫-৬ সহস্রাধিক মানুষ।
৬ মার্চ সোমবার রাত ৯ টায় শুরু হওয়া এ নাট্যোৎসবের সমাপনী দিন ভৈরব দেবনাথ রচিত ও ইসলাম মোল্লা পরিচালিত ঐতিহাসিক নাটক ‘নাচ মহল’ চলে গভীর রাত পর্যন্ত।
গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে পৌরসভার শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এ নাট‍্য উৎসবটি চলে একটানা তিন দিন।
গোয়ালন্দ সম্মিলিত নাট্যদলের সভাপতি মো. ইসলাম মোল্লার নির্দেশনা ও পরিচালনায় নাটক তিনটিতে অভিনয় করেছেন রফিকুল ইসলাম, এরশাদ হোসেন সবুজ, সাধন কুমার সাহা, দিলিপ কুমার সাহা, আজিজ মন্ডল, রফিকুল ইসলাম জুনা, রঞ্জন কুমার রাহা, প্রদীপ কুমার বিশ্বাস, অপূর্ব সাহা দ্বিজেন, আবু সাইদ কুটি মনি, জীবন চক্রবর্তী, বাদল বিশ্বাস, মুরাদ আল রেজা, রফিকুল ইসলাম সালু, আব্দুল খালেক খান, সাইফুর রহমান পারভেজ, কাজী মনির, শফিক মন্ডল, সুজিত কুমার দাস, অর্ক সাহা (শিশু শিল্পী) ও ইসলাম মোল্লা। নারী চরিত্রে অভিনয় করেছেন তমা রাণী, লক্ষ্মী রানী, সাবিত্রী, গায়িকা ও নায়িকা বণশ্রী এবং স্মারকে হরেন্দ্র নাথ মন্ডল।
নাট‍্য উৎসবে দর্শকরা মনের আনন্দ নিয়ে তিনদিন ব‍্যাপী এ নাট‍্য উৎসব উপভোগ করেন। নাট‍্য উৎসবে উপস্থিত জনতারা বলেন, দেশে করোনা পরিস্থিতির খারাপ অবস্থা থাকা এবং সারাদেশে লক ডাউন থাকায় মানুষের মন থেকে আনন্দটা হারিয়ে গিয়েছিল। থমথমে অবস্থা বিরাজমান ছিল সারা দেশ জুড়ে। এখনো মহামারি ভালোভাবে কাটিয়ে উঠতে পারেনি দেশ। করোনার কারণে বিগত দুবছরের বেশি এত লোক একসাথে হতে পারিনি এবং এধরণের সামাজিক অনুষ্ঠানও বন্ধ ছিলো। দীর্ঘদিন পরে এ তিনদিন খুব আনন্দ নিয়ে এ উৎসব উপভোগ করলাম। আমাদের গোয়ালন্দের মানুষ এতো ভালো অভিনয় করে তার প্রমাণ এতো দর্শক দেখলেই বোঝা যায়। এধরণের আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকুক এটাই আমাদের প্রত‍্যাশা।

গোয়ালন্দে নাট‍্য উৎসবের সমাপনীতে মঞ্চ নাটক ”নাচ মহল” দেখতে জনতার ঢল

আপডেট সময় : ০১:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
 গোয়ালন্দ নাট‍্য ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত নাট‍্য উৎসবের সমাপনী দিনে ‘নাচ মহল’ নাটকে দর্শকের ঢল নেমে এসেছে গোয়ালন্দ বাজার মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে।
গ্রাম বাংলার ঐতিহ্য মঞ্চ নাটকের প্রতি মানুষের আগ্রহ এখনো কমেনি একটুও। ব‍্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে গোয়ালন্দের নাট্য উৎসবে হাজির হয়েছে ৫-৬ সহস্রাধিক মানুষ।
৬ মার্চ সোমবার রাত ৯ টায় শুরু হওয়া এ নাট্যোৎসবের সমাপনী দিন ভৈরব দেবনাথ রচিত ও ইসলাম মোল্লা পরিচালিত ঐতিহাসিক নাটক ‘নাচ মহল’ চলে গভীর রাত পর্যন্ত।
গোয়ালন্দ নাট্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে পৌরসভার শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এ নাট‍্য উৎসবটি চলে একটানা তিন দিন।
গোয়ালন্দ সম্মিলিত নাট্যদলের সভাপতি মো. ইসলাম মোল্লার নির্দেশনা ও পরিচালনায় নাটক তিনটিতে অভিনয় করেছেন রফিকুল ইসলাম, এরশাদ হোসেন সবুজ, সাধন কুমার সাহা, দিলিপ কুমার সাহা, আজিজ মন্ডল, রফিকুল ইসলাম জুনা, রঞ্জন কুমার রাহা, প্রদীপ কুমার বিশ্বাস, অপূর্ব সাহা দ্বিজেন, আবু সাইদ কুটি মনি, জীবন চক্রবর্তী, বাদল বিশ্বাস, মুরাদ আল রেজা, রফিকুল ইসলাম সালু, আব্দুল খালেক খান, সাইফুর রহমান পারভেজ, কাজী মনির, শফিক মন্ডল, সুজিত কুমার দাস, অর্ক সাহা (শিশু শিল্পী) ও ইসলাম মোল্লা। নারী চরিত্রে অভিনয় করেছেন তমা রাণী, লক্ষ্মী রানী, সাবিত্রী, গায়িকা ও নায়িকা বণশ্রী এবং স্মারকে হরেন্দ্র নাথ মন্ডল।
নাট‍্য উৎসবে দর্শকরা মনের আনন্দ নিয়ে তিনদিন ব‍্যাপী এ নাট‍্য উৎসব উপভোগ করেন। নাট‍্য উৎসবে উপস্থিত জনতারা বলেন, দেশে করোনা পরিস্থিতির খারাপ অবস্থা থাকা এবং সারাদেশে লক ডাউন থাকায় মানুষের মন থেকে আনন্দটা হারিয়ে গিয়েছিল। থমথমে অবস্থা বিরাজমান ছিল সারা দেশ জুড়ে। এখনো মহামারি ভালোভাবে কাটিয়ে উঠতে পারেনি দেশ। করোনার কারণে বিগত দুবছরের বেশি এত লোক একসাথে হতে পারিনি এবং এধরণের সামাজিক অনুষ্ঠানও বন্ধ ছিলো। দীর্ঘদিন পরে এ তিনদিন খুব আনন্দ নিয়ে এ উৎসব উপভোগ করলাম। আমাদের গোয়ালন্দের মানুষ এতো ভালো অভিনয় করে তার প্রমাণ এতো দর্শক দেখলেই বোঝা যায়। এধরণের আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকুক এটাই আমাদের প্রত‍্যাশা।