গোয়ালন্দে তারুণ্যের গোল্ড কাপ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫ ১১ বার পঠিত
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ প্রতিপাদ্য নিয়ে ‘তারুণ্যের উৎসব’ গোল্ডকাপ ফুটবল টুর্ণামন্টের(অনুর্ধ্ব-১৭) বালক ফাইনাল খেলা, পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকাল তিনটায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে
দৌলতদিয়া মডেল হাইস্কুলের মাঠে টুর্নামেন্ট এর
ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় গোয়ালন্দ পৌরসভা দেবগ্রাম ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে চাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান। আরও উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সচিব মেনামুল হক মিন্টু, পৌরসভার আদায়কারী লুৎফুল করিম টিটু সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিগণ।
জানাযায়, এরপর চারটি ইউনিয়ন ও গোয়ালন্দ পৌরসভা থেকে বেস্ট ইলেভেন সিলেক্ট করে তাদেরকে জেলা পর্যায়ে খেলার জন্য পাঠানো হবে।