গোয়ালন্দে ডিগবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের ৪ দল চূড়ান্ত
- আপডেট সময় : ০৭:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৮৬ বার পঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উজানচর রিয়াজ উদ্দিন পাড়া যুব সমাজের উদ্যোগে ১২ তম রিয়াজ উদ্দিন পাড়া ডিগবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার ৪ দল চূড়ান্ত হয়েছে।
২৪ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত আগস্ট মাসের ৩০ তারিখ (শুক্রবার) উজানচর রিয়াজ উদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়।
২৪ দলের এ টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল খেলা শেষে সেমিফাইনালে উত্তীর্ণ দলগুলো হলো- মর্নিং স্টার-২, মুক্তি সংঘ, টুটুল স্মৃতি সংঘ, এস এস একাদশ।
আগামী ২২ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৪ টা ৩০ মিনিটে সেমিফাইনালের প্রথম খেলায় মর্নিং স্টার-২ বনাম মুক্তি সংঘ, গোয়ালন্দ এবং ২৩ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৪ টা ৩০ মিনিটে টুটুল স্মৃতি সংঘ বনাম এস এস একাদশ একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে।
টুর্নামেন্টের সদস্য সচিব ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। প্রতিবছর আমরা উজানচর রিয়াজ উদ্দিন পাড়া যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করে থাকি। মিনিবার ফুটবল টুর্নামেন্টটি এবারের আয়োজন দিয়ে ১২ তম আয়োজন। গত ২০ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালের শেষ খেলার বিজয়ী দলসহ সেমিফাইনালের ৪ দল নির্ধারণ হয়েছে। আমামী দুদিন দুটি সেমিফাইনাল শেষে ফাইনাল খেলার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, আমাদের এমন আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে।