সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উযাপন
সিরাজুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৫:৫৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩ ৬৪ বার পঠিত
“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সবসময় ” -এ প্রতিপাদ্য কে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান,উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসার মো. মোকলেছুর রহমান প্রমূখ।