ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ-ভিডিও ধারণ, গ্রেফতার ৩

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ০৮:১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ৮২ বার পঠিত

রংপুরে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) বিকেলে অভিযুক্ত ৩ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে রোববার (১৬ জুলাই) রাতে রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন কাছনা গ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন, রংপুর সিটি করপোরেশনের কাছনা তুকিটারী গ্রামের এরশাদ আলী (৪০), কাছনা সোনালীটারী গ্রামের শ্রী গনেশ রায় (৩৫) ও ধর্ষণের ভিডিও ধারণকারী কাছনা সোনালীটারী গ্রামের রতন মিয়া (২৭)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন কাছনা সোনালীপাড়া গ্রামে রোববার রাত ১০টার দিকে স্বামীর অনুপস্থিতিতে রান্না ঘরে ঢুকে জোরপূর্বক এরশাদ আলী ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে ওই গৃহবধূকে শয়ন ঘরে নিয়ে যান এরশাদ। এ সময় গনেশ রায় ও রতন মিয়া ঘরে ঢুকে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই রাতেই গনেশ রায় গৃহবধূকে ধর্ষণ করেন। এসময় এরশাদ আলী ও রতন মিয়া দাড়িয়ে গৃহবধূকে ধর্ষণের দৃশ্য দেখছিলেন। এক পর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধারসহ এরশাদ আলী, গনেশ রায় এবং রতন মিয়াকে আটক করে। পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কমল মহন্ত বলেন, গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলা করেছেন। আটক তিনজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) সুব্রত ব্যানার্জি বলেন, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনের ধারায় মামলা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গৃহবধূকে রংপুর মেডিকেল কলেজের ওসিসিতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ-ভিডিও ধারণ, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৮:১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩

রংপুরে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) বিকেলে অভিযুক্ত ৩ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে রোববার (১৬ জুলাই) রাতে রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন কাছনা গ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন, রংপুর সিটি করপোরেশনের কাছনা তুকিটারী গ্রামের এরশাদ আলী (৪০), কাছনা সোনালীটারী গ্রামের শ্রী গনেশ রায় (৩৫) ও ধর্ষণের ভিডিও ধারণকারী কাছনা সোনালীটারী গ্রামের রতন মিয়া (২৭)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন কাছনা সোনালীপাড়া গ্রামে রোববার রাত ১০টার দিকে স্বামীর অনুপস্থিতিতে রান্না ঘরে ঢুকে জোরপূর্বক এরশাদ আলী ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে ওই গৃহবধূকে শয়ন ঘরে নিয়ে যান এরশাদ। এ সময় গনেশ রায় ও রতন মিয়া ঘরে ঢুকে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই রাতেই গনেশ রায় গৃহবধূকে ধর্ষণ করেন। এসময় এরশাদ আলী ও রতন মিয়া দাড়িয়ে গৃহবধূকে ধর্ষণের দৃশ্য দেখছিলেন। এক পর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধারসহ এরশাদ আলী, গনেশ রায় এবং রতন মিয়াকে আটক করে। পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কমল মহন্ত বলেন, গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলা করেছেন। আটক তিনজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) সুব্রত ব্যানার্জি বলেন, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনের ধারায় মামলা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গৃহবধূকে রংপুর মেডিকেল কলেজের ওসিসিতে পাঠানো হয়েছে।