গণমানুষের ভালোবাসায় ৩৩ টি বছর পার করতে যাচ্ছেন-ঈশান গোপালপুর ইউনিয়নের সচিব মন্টু সরকার
- আপডেট সময় : ০২:৪৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ২৩৫ বার পঠিত
মন্টু সরকার ২৩আগষ্ট ১৯৮৯ সালে ইউনিয়ন পরিষদের সচিব পদে ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে যোগদান করেন।
তার পিতার নাম স্বর্গীয় রবীন্দ্রনাথ সরকার, মাতার নাম মিলন রানী সরকার। ব্যাক্তি জীবনে ২জন কন্যা সন্তানের পিতা তিনি। বড় মেয়ে বিবাহিত এবং সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতকোত্তর পরীক্ষার্থী, ছোট মেয়ে একই প্রতিষ্ঠানে স্নাতক সম্মান ২য় বর্ষের ছাত্রী।
চার ভাই এক বোনের সংসারে মেজো সন্তান তিনি। অনেক ছড়াই উতরাই পেরিয়ে সফলতার সঙ্গে পার করতে যাচ্ছেন কর্মজীবন। চাকুরীর ৩৩ বছরে গণমানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। যে জায়গায় কাজ করেছেন মানুষের জন্য কাজ করেছেন তিনি।
নিজ জন্মভূমি নিজের ইউনিয়নে শেষ কর্ম দিবস ২৬ ফ্রেরুয়ারি ২০২৩ ভাবতেই অবাক লাগে কেমন করে তেত্রিশ বছর পার হয়ে যাচ্ছে। অবসরের পর পরিবারের সঙ্গে, এলাকার সাধারণ মানুষের সঙ্গে কাটিয়ে দিতে চান বাকিটা জীবন।