কুষ্টিয়ার খোকসায় পৌর এলাকায় ডাক বাংলো রোডস্থ দিলীপ বিশ্বাস ষষ্ঠী'র অবৈধ ভেজাল গুড় কারখানায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৬'এপ্রিল)বিকেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সাদাত রত্ন'র নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় জব্দকৃত ভেজাল গুড় ধ্বংস করা হয়।
অভিযোগ রয়েছে, ষষ্ঠী'র ভেজাল গুড় কারখানায় মানব দেহের জন্য ক্ষতিকর ফিটকারী, রঙ ও রাসায়নিক পদার্থ মিশিয়ে বছরের পর বছর ভেজাল গুড় তৈরি করে আসছে।
তবে জনমনে প্রশ্ন উঠেছে একের পর এক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হলেও এই ভেজাল গুড় তৈরির কারখানা কেনো স্থায়ীভাবে বন্ধ করা হচ্ছে না।