সংবাদ শিরোনাম ::
খোকসায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ মুক্তির মন্ত্র উদ্বোধন
পুলক সরকার-কুষ্টিয়া:
- আপডেট সময় : ০৭:২৮:৩৭ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ১৮৪ বার পঠিত
কুষ্টিয়ার খোকসায় মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীকার আন্দোলন ভিত্তিক নির্মানাধীন স্মৃতিস্তম্ভ মুক্তির মন্ত্র ’র ফলোক উন্মোচন করা হয়েছে।
শনিবার বিকালে খোকসা উপজেলা পরিষদের জমিতে নির্মিত স্মৃতিস্তম্ভটির ফলোক উন্মোচন করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
খোকসার স্থানীয় মুক্তিযোদ্ধা ও সুধিজনদের দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবোধায়ণে প্রায় ৫৩ ফুট লম্বা ও প্রায় সাড়ে ১৬ ফুট উচু স্মৃতিস্তম্ভটি নির্মান করা হয়। যার নির্মান ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫৩ লাখ টাকা।
স্মৃতিস্তম্ভটিতে সন্নেবেশিত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মুড়াল , ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষন, মহান মুক্তিযুদ্ধে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী শহীদদের নাম, ৫২ এর ভাষা আন্দোলন, ৬৬ সালের ৬ দফার আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধের উল্লেখযোগ্য ঘটনাবলি।