ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

খোকসায় গমের বাম্পার ফলন

পুলক সরকার-কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০৪:২৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ১৩১ বার পঠিত

 

পুলক সরকার, কুষ্টিয়া:

কুষ্টিয়ার খোকসায় এবার গমের বাম্পার ফলন হয়েছে । চলতি মৌসুমে এ উপজেলায় ৭৮৯হেক্টর জমিতে বিভিন্ন জাতের গম চাষাবাদ করছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গম উৎপাদন হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রোগবালাইয়ের তেমন আক্রমণ না থাকায় কৃষকেরা গমের ভালো ফলন পাচ্ছেন। খরচ কম হওয়ায় গম চাষাবাদেও আগ্রহী হচ্ছেন তারা। চলতি মৌসুমে উপজেলার কৃষকদের গম প্রণোদনার বীজ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন প্রদর্শনীর জন্য সার, বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হয়েছে।

উপজেলায় এবার বারি ৩০, বারি ৩৩, বারি ২৮, বারি ২৬, বারি ২৫ ও ব্লাস্ট প্রতিরোধি জাত গম চাষ করা হয়েছে। এবার বিঘা-প্রতি গমের ফলন হচ্ছে ১৮ থেকে ২০ মণ।

খোকসা ইউ‌নিয়‌নের মোড়াগাছা গ্রা‌মের কৃষক আব্দুস সালাম প্রামাণিক ব‌লেন, এ বছর ১ বিঘা জ‌মি‌তে গ‌মের চাষ ক‌রে‌ছি, ফলনও ভা‌লো হ‌য়ে‌ছে। বর্তমা‌নে দামও ভা‌লো, লাভবান হ‌ব ব‌লে আশা কর‌ছি। প্রতি বিঘা জ‌মি‌তে গম চা‌ষে খরচ হয় ৬ হাজার টাকা এবং ফলন হয় ১৮ থে‌কে ২০ মণ।

খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, চল‌তি বছ‌রে ৫৬০ জন কৃষককে গম চা‌ষের জন‌্য প্রণোদনা দেওয়া হয়। গ‌মের চাষ বৃ‌দ্ধির জন‌্য, প্রণোদনা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দি‌য়ে কৃষক‌দের উৎসা‌হিত করা হ‌চ্ছে। গমের আবাদে বোরো ধানের তুলনায় খরচ কম হওয়ায় চাষিরা আগ্রহী হয়ে উঠছেন।

খোকসায় গমের বাম্পার ফলন

আপডেট সময় : ০৪:২৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

 

পুলক সরকার, কুষ্টিয়া:

কুষ্টিয়ার খোকসায় এবার গমের বাম্পার ফলন হয়েছে । চলতি মৌসুমে এ উপজেলায় ৭৮৯হেক্টর জমিতে বিভিন্ন জাতের গম চাষাবাদ করছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গম উৎপাদন হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রোগবালাইয়ের তেমন আক্রমণ না থাকায় কৃষকেরা গমের ভালো ফলন পাচ্ছেন। খরচ কম হওয়ায় গম চাষাবাদেও আগ্রহী হচ্ছেন তারা। চলতি মৌসুমে উপজেলার কৃষকদের গম প্রণোদনার বীজ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন প্রদর্শনীর জন্য সার, বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হয়েছে।

উপজেলায় এবার বারি ৩০, বারি ৩৩, বারি ২৮, বারি ২৬, বারি ২৫ ও ব্লাস্ট প্রতিরোধি জাত গম চাষ করা হয়েছে। এবার বিঘা-প্রতি গমের ফলন হচ্ছে ১৮ থেকে ২০ মণ।

খোকসা ইউ‌নিয়‌নের মোড়াগাছা গ্রা‌মের কৃষক আব্দুস সালাম প্রামাণিক ব‌লেন, এ বছর ১ বিঘা জ‌মি‌তে গ‌মের চাষ ক‌রে‌ছি, ফলনও ভা‌লো হ‌য়ে‌ছে। বর্তমা‌নে দামও ভা‌লো, লাভবান হ‌ব ব‌লে আশা কর‌ছি। প্রতি বিঘা জ‌মি‌তে গম চা‌ষে খরচ হয় ৬ হাজার টাকা এবং ফলন হয় ১৮ থে‌কে ২০ মণ।

খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, চল‌তি বছ‌রে ৫৬০ জন কৃষককে গম চা‌ষের জন‌্য প্রণোদনা দেওয়া হয়। গ‌মের চাষ বৃ‌দ্ধির জন‌্য, প্রণোদনা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দি‌য়ে কৃষক‌দের উৎসা‌হিত করা হ‌চ্ছে। গমের আবাদে বোরো ধানের তুলনায় খরচ কম হওয়ায় চাষিরা আগ্রহী হয়ে উঠছেন।