খুলনা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ২৫৬ বার পঠিত
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল ৫ টায় খুলনা প্রেসক্লাবের সামনে সম্প্রতি প্রতিশ্রুত জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন সহ সংখ্যালঘু সার্থবান্ধব অপরাপর অঙ্গীকার সমূহ চলতি অক্টোবর মাসেই বাস্তবায়নের দাবিতে, খুলনা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্রনাথ ঘোষের সভাপতিত্বে সমাবেশ ও সমাবেশ পরবর্তী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি খুলনা প্রেসক্লাবের সামনে থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ধর্মসভা মন্দিরের সামনে এসে শেষ হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার শ্যামল দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি বিজয় কুমার ঘোষ।
এ সময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা জেলার সভাপতি অধ্যাপক অমিত বিহারী রায় অমিত, পূজা উদযাপন পরিষদের খুলনা জেলা সভাপতি কৃষ্ণপদ দাস ,সাধারণ সম্পাদক বিমান সাহা , হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, ঐক্য পরিষদ খুলনা সদর থানার সাধারণ সম্পাদক সঞ্জয় কর্মকার , ঐক্য পরিষদ খালিশপুর থানা শাখার সাধারণ সম্পাদক সমীর কুমার সরকার প্রমুখ।