খুলনায় স্ত্রী হত্যার অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার। খুলনা ফুলতলা এলাকা থেকে ১৯ বছর পূর্বে স্ত্রী হত্যার দায়ে সাজা প্রাপ্ত আসামী জাহিদ হোসেন ওরফে হাসানকে ফুলতলা বুড়িয়ারডাঙ্গা থেকে আটক করেছে খান জাহান আলী থানা পুলিশ। পুলিশের সূত্রে জানা যায় মঙ্গলবার সকাল দশটায় ফুলতলা বুড়িয়ারডাঙ্গা এলাকা থেকে পরিচয় পত্র গোপন করে আত্মগোপনে থাকা স্ত্রী হত্যার দায় সাজাপ্রাপ্ত আসামি জাহিদ ওরফে হাসানকে আটক করে।
খানজাহান আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ কুমার দাসের নেতৃত্বে পথের বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই(নি:) কামরুল হুদা নাঈম ও সঙ্গীয় ফোর্সসহ খুলনা জেলার ফুলতলা থানাধীন বুড়িয়ারডাঙ্গা এলাকা থেকে দীর্ঘ ১৯ বছর যাবৎ পলাতক থাকা হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি খানজাহান আলী থানা এলাকার পাড়িয়ার ডাঙ্গার কাওসার মোল্লার পুত্র জাহিদ হাসান (৫০) কে গ্রেফতার করে। জাহিদ হাসান ১৯৮১ সালে খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের জন্মগ্রহণ করেন।
সে ১৯৯৯ সাল থেকে ঢাকা সেনানিবাসে নবম বেঙ্গল রেজিমেন্টে একজন সৈনিক পদে চাকরি করতেন এবং ২০০৪ সালে যশোর জেলার অভয়নগরে বিবাহ করেন,বিবাহ পরবর্তী সময়ে তার স্ত্রীর সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যের জের ধরে জাহিদ হাসান ছুটিতে বাড়ি এসে তার স্ত্রীকে হত্যা পর লাশ নদীতে ফেলে দেয় ,এর পর সে আর বাহিনীতে যোগদান করেননি সেখান থেকে তিনি পলাতক রয়েছেন । তার শ্বশুরবাড়ির লোকজন জাহিদ হাসানের বিরুদ্ধে যশোর জেলার অভয়নগর থানায় মামলা দায়ের করেন মামলা নম্বর-০৩, তারিখ-০৬.০১.০৪, ধারা-৩০২/২০১ পেনাল কোড,পরবর্তীতে মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে জাহিদ হাসানের যাবজ্জীবন কারাদণ্ড হয়। এ বিষয়ে খান জাহান আলী থানা অফিসার ইনচার্জ কামাল হোসেন খান বলেন কে এমপি পুলিশ কমিশনার মহোদয় মোঃ: মোজাম্মেল হক বিপিএম (বার )পি পিএম স্যারের নির্দেশনায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীকে আটক করা হয়।