খুলনায় পুলিশ কনস্টেবল এর মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ
![](https://www.protidinerkhoborbd.com/wp-content/uploads/2023/09/received_680232460108047-2.jpeg)
- আপডেট সময় : ১০:৩১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬১ বার পঠিত
![](https://www.protidinerkhoborbd.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ কুরবান, রূপসা:
খুলনায় পুলিশ কনস্টেবল শুভেন্দ্র দাসের মা অনিমা দাসের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ কনস্টেবল শুভেন্দ্র দাস সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত। বুধবার (৬ সেপ্টেম্বর) এর বিকালে নগরীর পশ্চিম টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকার বাসা থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।
নিহত অনিমা দাস বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগা গ্রামের মৃত সুধাংশু দাসের স্ত্রী।
নিহতের শরীরে ধারালো আঘাত থাকায় পুলিশের ধারণা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার রহস্যজনক মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন জানান,শুভেন্দ্রর মা অনিমা দাস তার ৮ বছরের নাতি তীর্থকে নিয়ে ভাড়া থাকতেন ফরিদ মোল্লার মোড়ের খান মঞ্জিলে।
সকালে শুভেন্দ্রকে তার বোন ফোন করে জানায় যে তার মা ফোন রিসিভ করছেন না। এরপর তিনি বাড়িতে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে এ হত্যার গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, বিছানার ওপর পড়ে থাকা মরদেহের নাক-মুখ রক্তাক্ত ছিল। এছাড়া তার গলা ও কানের স্বর্ণালংকার এবং আলমারিতে থাকা গহনা নেই। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।