খানসামায় ইঁদুর নিধন অভিযান এবং বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন
- আপডেট সময় : ০৭:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১১ বার পঠিত
“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগীতা চাই” স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় ইঁদুর নিধন অভিযান এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ কৃষকগণ।
জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী শীতকালীন পেঁয়াজ, অড়হড় ও বোরো ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২৫৭০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে।