খাগড়াছড়ির রামগড়ে নুর আলম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত লাশটি রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদের বড়ছেলের। তার রায়হান (১২) ও রাকিব (১০) নামে দুই জন সন্তান রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৩ অক্টোবর) ভোরে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র মসজিদের অযুখানার পাশে মুসল্লিরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশ ও তার স্বজনদের খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় কাউন্সিলর নুর মোহাম্মদ শামিম জানান, নুর আলম দীর্ঘ ২৫ বছর মানসিক ভারসাম্যহীন। সে ওই মসজিদ কোয়াটারের পাশের পরিতাক্ত একটি কক্ষে থাকতো মাঝে মধ্যে বাড়িতে যেতো।
নিহতের পিতা বীরমুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদ জানান, তার ছেলে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বাগানে মাসিক বেতনে লেভারের কাজ করতো। মানসিক সমস্যা দেখা দিলে কর্তৃপক্ষ তাকে বাগানের চাকুরীতে আর নিয়মিত করেনি।
রামগড় থানার উপ-পরিদর্শক মো: জাফর আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।