কেশবপুরে সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম
- আপডেট সময় : ০৪:৩৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ২০৪ বার পঠিত
কেশবপুরে সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম।মঙ্গলবার ২৩ জানুয়ারি সদর ইউনিয়ন পরিষদের ভবনে এ গোপন
ভোটাভোটি অনুষ্ঠিত হয়।
উপজেলার ৬ নং সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ২ নং নতুন মুলগ্রাম ওয়ার্ডের ৪ চতুর্থ বারের মতো নির্বাচিত হয়ে ছিলেন স্বদালাপী মিষ্টি ভাষি সিরাজুল ইসলাম।
জানা গেছে উপজেলার সদর ইউনিয়নের নতুন মূলগ্রামের মৃত্যু শামসুদ্দিন মোড়লের ছেলে সিরাজুল ইসলাম(৫২)। তিনি পেশায় একজন কেশবপুর পৌর শহরে অপটিক্যাল হাউজের ব্যাসা প্রতিষ্ঠানের মালিক। তিনি ২০০৫ সালে প্রথম সদর ইউনিয়নের ইউপি নির্বাচনে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন স্বদআলাপী মিষ্টভাষী সিরাজুল ইসলাম পরপর ৪র্থ বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার ২৩ জানুয়ারি সদর ইউনিয়ন পরিষদের ভবনে ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলার উপস্থিতিতে গোপন ভোটাভোটিতে তিনি ১ নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর প্রতিান্ধি ছিলেন সুজাপুর ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুজ্জামান কালাম। নির্বাচন শেষে তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সকলে সকলের সহযোগিতা কামনা করেছেন।