ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

কেশবপুরে শিমচাষে ব্যাপক লাভজনক হওয়ায় শিমচাষে ঝুকছে কৃষকরা

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৯:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ১৭০ বার পঠিত

কেশবপুরে শিমচাষে ব্যাপক সাফল্য হচ্ছেন চাষরী বলে শিমচাষে ঝুকে পড়েছে কৃষকরা।

উপজেলা কৃষি অফিসের প্রযুক্তিগত সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় চাষী জমিতে ও ঘেরের পাড়ে শিম চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে সবজি চাষীরা। বেশি দাম পাওয়ায় শিম চাষে আগ্রহী কৃষকরা। শিম শীতকালীন সবজি হলেও কৃষি অফিসের সহযোগিতায় তা এখন ১২ মাসেই চাষ করছেন কৃষকরা। আর এতে লাভবানও হচ্ছে বেশি। অন্যান্য ফসলের তুলনায় চাষিরা দ্বিগুণেরও বেশি লাভ পাচ্ছে ফসলে ফলে প্রতি বছর উপজেলার প্রত্যন্ত অঞ্চলজুড়ে শিমের আবাদ বৃদ্ধি পাচ্ছে।

শনিবার ৪ নভেম্বর সকালে বিভিন এলাকায় সরজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার উচু এলাকার পাশাপাশি নিচু এলাকাতেও হচ্ছে শিম চাষ। নিচু এলাকায় মাছের ঘেরের পানিতে মাছ চাষ আর ঘেরের পাড়ে করছে শিম চাষ। উপজেলার সুফলাকাটি ও গৌরীঘোনা ইউনিয়নে বছরের বেশির ভাগ সময় ধরে অধিকাংশ বিল এলাকা জলবদ্ধতা সৃষ্টি হয়। ফলে জীবিকা অর্জনের একমাত্র অবলম্বন হিসাবে মাছ চাষ শুরু করেন তারা। আর সেই ঘেরের পাড়ে শিম চাষ করে স্বপ্ন দেখছে সাবলম্বী হওয়ার। প্রতি মন শিমের বর্তমান বাজার মূল্য ৫হাজার টাকা থেকে সাড়ে ৫ হাজার টাকা। যা কখনো কখনো আরো বেশি দামে বিক্রি হয়ে থাকে। এখন শিম চাষ প্রতি বছর কোটি টাকা আয় করছে কেশবপুরের সবজি চাষীরা।
ভাল্লুকঘর গ্রামের শিম চাষি আব্দুস সামাদ বলেন,শিম একটি লাভজনক ফসল। আমি এক বিঘা জমিতে শিম আবাদ করেছি।
আবহাওয়া অনুকূল থাকালে এবছর তিনি এক বিঘা জমি থেকে খরচ খরচা বাদে লক্ষাধিক টাকা লাভের আশা করছেন।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন,কেশবপুরে গত বছর শিম আবাদ হয়েছিল ১৩০ হেক্টর জমিতে। এবছর কৃষকরা ১৩২ হেক্টর জমিতে শিমের আবাদ করেছেন।

ট্যাগস :

কেশবপুরে শিমচাষে ব্যাপক লাভজনক হওয়ায় শিমচাষে ঝুকছে কৃষকরা

আপডেট সময় : ০৯:০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩

কেশবপুরে শিমচাষে ব্যাপক সাফল্য হচ্ছেন চাষরী বলে শিমচাষে ঝুকে পড়েছে কৃষকরা।

উপজেলা কৃষি অফিসের প্রযুক্তিগত সার্বিক সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকায় চাষী জমিতে ও ঘেরের পাড়ে শিম চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছে সবজি চাষীরা। বেশি দাম পাওয়ায় শিম চাষে আগ্রহী কৃষকরা। শিম শীতকালীন সবজি হলেও কৃষি অফিসের সহযোগিতায় তা এখন ১২ মাসেই চাষ করছেন কৃষকরা। আর এতে লাভবানও হচ্ছে বেশি। অন্যান্য ফসলের তুলনায় চাষিরা দ্বিগুণেরও বেশি লাভ পাচ্ছে ফসলে ফলে প্রতি বছর উপজেলার প্রত্যন্ত অঞ্চলজুড়ে শিমের আবাদ বৃদ্ধি পাচ্ছে।

শনিবার ৪ নভেম্বর সকালে বিভিন এলাকায় সরজমিনে গিয়ে দেখা গেছে উপজেলার উচু এলাকার পাশাপাশি নিচু এলাকাতেও হচ্ছে শিম চাষ। নিচু এলাকায় মাছের ঘেরের পানিতে মাছ চাষ আর ঘেরের পাড়ে করছে শিম চাষ। উপজেলার সুফলাকাটি ও গৌরীঘোনা ইউনিয়নে বছরের বেশির ভাগ সময় ধরে অধিকাংশ বিল এলাকা জলবদ্ধতা সৃষ্টি হয়। ফলে জীবিকা অর্জনের একমাত্র অবলম্বন হিসাবে মাছ চাষ শুরু করেন তারা। আর সেই ঘেরের পাড়ে শিম চাষ করে স্বপ্ন দেখছে সাবলম্বী হওয়ার। প্রতি মন শিমের বর্তমান বাজার মূল্য ৫হাজার টাকা থেকে সাড়ে ৫ হাজার টাকা। যা কখনো কখনো আরো বেশি দামে বিক্রি হয়ে থাকে। এখন শিম চাষ প্রতি বছর কোটি টাকা আয় করছে কেশবপুরের সবজি চাষীরা।
ভাল্লুকঘর গ্রামের শিম চাষি আব্দুস সামাদ বলেন,শিম একটি লাভজনক ফসল। আমি এক বিঘা জমিতে শিম আবাদ করেছি।
আবহাওয়া অনুকূল থাকালে এবছর তিনি এক বিঘা জমি থেকে খরচ খরচা বাদে লক্ষাধিক টাকা লাভের আশা করছেন।
এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন,কেশবপুরে গত বছর শিম আবাদ হয়েছিল ১৩০ হেক্টর জমিতে। এবছর কৃষকরা ১৩২ হেক্টর জমিতে শিমের আবাদ করেছেন।