৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির প্রতিযোগিতা ২৩ এর মহিলা কাবাডি প্রতিযোগিতায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ছাত্রীরা জেলা পর্যায়ে, খুলনা অঞ্চল পর্যায়ে ও গোলাপ অঞ্চল ( খুলনা ও বরিশাল) পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে এখন জাতীয় পর্যায়ে খেলার প্রস্তুতি গ্রহণ করছে।
খুলনা কেডিএ খান জাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অসীম কুমার কুন্ডু জানান ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয় থানা পর্যায়ে ছাত্র ও ছাত্রী উভয় চ্যাম্পিয়ন হয় ,জেলা পর্যায়ে ছাত্র ও ছাত্রী উভয় চ্যাম্পিয়ন হয়। খুলনা অঞ্চলে শুধু ছাত্রীরা চ্যাম্পিয়ন হয় । গোলাপ অঞ্চলে (খুলনা ও বরিশাল ) ছাত্রীরা চ্যাম্পিয়ন হয়ে এখন জাতীয় পর্যায়ে কাবাডি খেলার অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করছে।
আগামী ২৭ সেপ্টেম্বর তারিখে সিলেটে এই জাতীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।আমাদের শিক্ষকদের নেতৃত্বে একদল ছাত্রী ইতিমধ্যে সিলেটের উদ্দেশ্যে জাতীয় কাবাডি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রওনা হয়েছে। আমি তাদের সাফল্য কামনা করি।