ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

কুষ্টিয়া-০৪ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াইয়ে আভাস

পুলক সরকার- বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ১৬৪ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-০৪ আসনে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনী এই লড়াই হবে মূলত নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। আসনটিতে এই প্রার্থীরা জোেরশোরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয় কয়েকজন ভোটার ও বিভিন্ন দলের নেতা- কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোকসা ও কুমারখালী উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-৪ আসনের পরিস্থিতি বেশ উত্তপ্ত। এই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।

আসনের বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের সঙ্গে তীব্র লড়াই হবে। দুই উপজেলার শীর্ষ আওয়ামী লীগ নেতারা দুই প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন।

ভোটের প্রচারণায় আব্দুর রউফের সমর্থনে দুই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা এক জোট হয়েছেন। এই কাতারে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খান, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম।

অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে রয়েছেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুণ, খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার।

এই আসনে ছড়িয়ে পড়েছে নির্বাচনী সহিংসতা। প্রায় প্রতিদিনই নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সমর্থকদের মারপিটের পাল্টাপাল্টি ঘটনা ঘটছে আব্দুর রউফ ও সেলিম আলতাফের সমর্থকদের মধ্যে।

ভোট গ্রহণের দিনের পরিবেশ নিয়ে সংশয়ে আছেন সাধারণ ভোটাররা। তারা বলছেন, যদি প্রশাসন পরিবেশ ঠিক রাখতে পারে, তবে জনগণ সুযোগ বুঝে ভোটকেন্দ্রে যাবে।

কুষ্টিয়া-০৪ আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে লড়াইয়ে আভাস

আপডেট সময় : ০৬:০০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-০৪ আসনে এবার তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। নির্বাচনী এই লড়াই হবে মূলত নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। আসনটিতে এই প্রার্থীরা জোেরশোরে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

স্থানীয় কয়েকজন ভোটার ও বিভিন্ন দলের নেতা- কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোকসা ও কুমারখালী উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-৪ আসনের পরিস্থিতি বেশ উত্তপ্ত। এই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের সমর্থকদের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।

আসনের বর্তমান সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের সঙ্গে তীব্র লড়াই হবে। দুই উপজেলার শীর্ষ আওয়ামী লীগ নেতারা দুই প্রার্থীর পক্ষে বিভক্ত হয়ে পড়েছেন।

ভোটের প্রচারণায় আব্দুর রউফের সমর্থনে দুই উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা এক জোট হয়েছেন। এই কাতারে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান খান, খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তারিকুল ইসলাম।

অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে রয়েছেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামসুজ্জামান অরুণ, খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার।

এই আসনে ছড়িয়ে পড়েছে নির্বাচনী সহিংসতা। প্রায় প্রতিদিনই নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সমর্থকদের মারপিটের পাল্টাপাল্টি ঘটনা ঘটছে আব্দুর রউফ ও সেলিম আলতাফের সমর্থকদের মধ্যে।

ভোট গ্রহণের দিনের পরিবেশ নিয়ে সংশয়ে আছেন সাধারণ ভোটাররা। তারা বলছেন, যদি প্রশাসন পরিবেশ ঠিক রাখতে পারে, তবে জনগণ সুযোগ বুঝে ভোটকেন্দ্রে যাবে।