কুড়িগ্রামে ১৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার- ১
- আপডেট সময় : ০৭:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৮৪ বার পঠিত
কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানাধীন ধরলা চেকপোস্টের একটি চৌকস টিম ১০ জুন ২০২৪ দুপুর আনুমানিক ০২:০০ ঘটিকায় চেকপোস্ট এর সামন থেকে কচাকাটা ঝাউকুটি নারায়ণপুর গ্রামের মাদক কারবারি মোঃ নূর ইসলাম (৩০) কে একটি সিএনজিতে যাত্রী বেশে ১৯০ পিস ইয়াবা পরিবহনের সময় হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।