পরিবেশবাদী সংগঠন গ্রীন ভিলেজ ফাউন্ডেশন কুড়িগ্রাম সরকারি কলেজের পুকুর পাড়ে তালের গাছের চারা রোপণের মাধ্যমে আজ সকালে প্রধান কার্যালয় এর শুভ উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম।
সরকারি কলেজের পুকুর পাড়ে তালের গাছের চারা রোপণে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জহুরুল ইসলাম প্রামানিক।
কুড়িগ্রাম জেলা পরিষদ সুপার মার্কেট ৩য় তলায় সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এম রশিদ আলী, মহাসচিব আমিনুর রহমান, কুড়িগ্রাম জেলা সভাপতি শেখ রাসেল, সহ সভাপতি টুম্পা রানী, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, সাইদুল হাসান সাঈদ, দপ্তর সম্পাদক পলাশ ইসলাম সহ অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
ভিএসও এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর কার্যক্রম এর স্লোগান 'গ্রীন হোম - গ্রীন ওয়ার্ল্ড' খুব চমৎকার,এই অনুযায়ী কাজ করলে সবুজ বাংলাদেশ সম্ভব।
অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু বলেন, সামাজিক সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন হিসেবে গ্রীন ভিলেজ ফাউন্ডেশন এর পাশে আছি এবং সর্বাত্মক সহযোগিতা থাকবে।