ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

কুড়িগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৫:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৪৪ বার পঠিত

কুড়িগ্রামে কোটা সংস্কার আন্দোলন কর্মসূচির শেষ পর্যায়ে এসে আন্দোলনকারীদের ওপর কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিন আন্দোলনকারী শিক্ষার্থী। সোমবার (১৫ জুলাই) দুপুরে জেলা শহরের কলেজ মোড়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতরা হলেন, ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি ও কুড়িগ্রাম কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক অনিরুদ্ধ প্রণয়, সংস্কার আন্দোলন কুড়িগ্রামের যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান ও সাধারণ শিক্ষার্থী রতন অধিকারী।

আন্দোলনকারীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কলেজ মোড় থেকে কোটা সংস্কারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল জেলার জিরো পয়েন্টে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় ২০ মিনিট সড়ক অবরোধের পর প্রতিবাদ সভা শেষ করে আবার বিক্ষোভ মিছিলসহ কলেজ মোড়ের টাউন হল ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর প্রতিবাদ কর্মসূচি শেষ হওয়ার মুহূর্তেই কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. গাদ্দাফিসহ কয়েকজন নেতাকর্মী তাদের ওপর হামলা চালান। হামলায় আহতরা বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সংস্কার আন্দোলন কুড়িগ্রামের আহ্বায়ক অনিরুদ্ধ প্রণয় বলেন, আমরা সাংগঠনিকভাবে প্রতিবাদ সভা করেছিলাম। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শান্তিপূর্ণভাবে কোটা সংস্কারের দাবিতে প্রতিবাদ সভা শেষ করে প্রেস ব্রিফিং করছিলাম। প্রেস ব্রিফিং শেষ করে সাংবাদিকরা চলে যাওয়ার পর কলেজ শাখার গাদ্দাফি বিদ্যুৎসহ ছাত্রলীগের ৪০ জন আমাদের ওপর হামলা চালায়।

হামলার বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.গাদ্দাফি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব আমাদের ওপর দায় চাপাচ্ছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ হামলার বিষয়ে বলেন, কুড়িগ্রাম একটি পিছিয়ে পড়া জেলা, এ জেলায় কোটা নিয়ে দুটি মত রয়েছে । একটি পক্ষ কোটার পক্ষে, অন্যটি বিপক্ষে। ছাত্রলীগের ব্যানারে নয় বরং সাধারণ শিক্ষার্থীর একটি পক্ষ যারা কোটার বিপক্ষে তারাই আন্দোলনকারীদের নিরুৎসাহিত করার চেষ্টা করেছে। এখানে ছাত্রলীগ নামটি শুধু শুধু জড়ানো হচ্ছে।

কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী বলেন, হামলাকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ ঘটনার রেশ ধরে কেউ যাতে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে নজরদারি রয়েছে আমদের।

ট্যাগস :

কুড়িগ্রামে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা

আপডেট সময় : ০৫:৫৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

কুড়িগ্রামে কোটা সংস্কার আন্দোলন কর্মসূচির শেষ পর্যায়ে এসে আন্দোলনকারীদের ওপর কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন তিন আন্দোলনকারী শিক্ষার্থী। সোমবার (১৫ জুলাই) দুপুরে জেলা শহরের কলেজ মোড়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতরা হলেন, ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের সভাপতি ও কুড়িগ্রাম কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক অনিরুদ্ধ প্রণয়, সংস্কার আন্দোলন কুড়িগ্রামের যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান ও সাধারণ শিক্ষার্থী রতন অধিকারী।

আন্দোলনকারীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কলেজ মোড় থেকে কোটা সংস্কারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল জেলার জিরো পয়েন্টে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় ২০ মিনিট সড়ক অবরোধের পর প্রতিবাদ সভা শেষ করে আবার বিক্ষোভ মিছিলসহ কলেজ মোড়ের টাউন হল ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর প্রতিবাদ কর্মসূচি শেষ হওয়ার মুহূর্তেই কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. গাদ্দাফিসহ কয়েকজন নেতাকর্মী তাদের ওপর হামলা চালান। হামলায় আহতরা বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সংস্কার আন্দোলন কুড়িগ্রামের আহ্বায়ক অনিরুদ্ধ প্রণয় বলেন, আমরা সাংগঠনিকভাবে প্রতিবাদ সভা করেছিলাম। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শান্তিপূর্ণভাবে কোটা সংস্কারের দাবিতে প্রতিবাদ সভা শেষ করে প্রেস ব্রিফিং করছিলাম। প্রেস ব্রিফিং শেষ করে সাংবাদিকরা চলে যাওয়ার পর কলেজ শাখার গাদ্দাফি বিদ্যুৎসহ ছাত্রলীগের ৪০ জন আমাদের ওপর হামলা চালায়।

হামলার বিষয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.গাদ্দাফি বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। তাদের ব্যক্তিগত দ্বন্দ্ব আমাদের ওপর দায় চাপাচ্ছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ হামলার বিষয়ে বলেন, কুড়িগ্রাম একটি পিছিয়ে পড়া জেলা, এ জেলায় কোটা নিয়ে দুটি মত রয়েছে । একটি পক্ষ কোটার পক্ষে, অন্যটি বিপক্ষে। ছাত্রলীগের ব্যানারে নয় বরং সাধারণ শিক্ষার্থীর একটি পক্ষ যারা কোটার বিপক্ষে তারাই আন্দোলনকারীদের নিরুৎসাহিত করার চেষ্টা করেছে। এখানে ছাত্রলীগ নামটি শুধু শুধু জড়ানো হচ্ছে।

কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী বলেন, হামলাকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ ঘটনার রেশ ধরে কেউ যাতে শহরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে নজরদারি রয়েছে আমদের।