শেরপুরের স্বনামধন্য ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বৃহত্তর ময়মনসিংহের কিংবদন্তী ব্যবসায়ী মরহুম আলহাজ্ব ইদ্রিস মিয়া'র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়েছে।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার তিন দিনব্যপী আয়োজনের আজকের প্রথম দিনে শ্রীবরদীর গিলাগাছা এলাকায় ১২০টি পরিবার,ঝিনাইগাতীর তামাগাঁও এলাকায় একটি মসজিদে ৭০জন মুসল্লী, ঝিনাইগাতী বাজারের ৭০জন রোজাদার ও স্টেডিয়ামে ৫০জন স্বেচ্ছাসেবীর নিয়ে দোয়া ও ইফতার মাহফিল
অনুষ্ঠিত হয়। এ আয়োজনে বুধবার নালিতাবাড়ি উপজেলা ও বৃহস্পতিবার নকলা উপজেলায় দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলা।
ঝিনাইগাতী উপজেলার ইজিবাইক চালক মস্তু মিয়া বলেন, সারাজীবন ইদ্রিস মাহাজনের নাম শুনছি, এত বড় মাপের মানুষটারে জীবনেও দেকবার পারি নাই। হের
ছেলেও যে এত বড় মাপের মানুষ, তাও রাস্তায় খাড়াইয়া আমগোরে ইস্তার দিলো,দিলডা ভইরা গেছে বাফু। মাইক্রো দিয়া আইয়া, রিক্সা আলারে ইস্তার দেওয়া,সবাই পারে না। তামাগাঁও মসজিদের মুসল্লী আব্দুর রহমান বলেন, আমরা সারা জীবন শুনছি ইদ্রিস মিয়া একজন বড় ব্যবসায়ী। জীবনেও উনারে দেখার সৌভাগ্য হয় নাই। উনার ছেলে নিজে এসে আমাদের মসজিদে ইফতার দিয়ে গেলেন। আমরা উনাদের পরিবারের জন্য দোয়া করি।
ইফতার বিতরণ শেষে পুরো মাসজুড়ে ইফতারে খুশি সিজন থ্রি প্রকল্পে নিরলসভাবে কাজ করা সকল ভলান্টিয়ারদের নিয়ে ঝিনাইগাতী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ইফতার করেন ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিঃ এর পরিচালক গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান, চন্দ্রকোনা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান মহিউদ্দিন সোহেল, নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি এসএম জুবায়ের, তারাকান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিকুল ইসলাম, পাঞ্জেরি মডেল একাডেমির ভাইস প্রিন্সিপাল জান্নাতুন নাঈম, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাখার শামীম মিয়া, আমাদের
সময় প্রতিনিধি ও ইউপি সদস্য জাহিদুল হক মনির, আইটি উদ্যোক্তা মেহেদি হাসান সাব্বির, প্রিয় শিক্ষালয়ের সহ-উদ্যোক্তা আব্দুল ওয়াদুদ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার সাবেক ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান সজীব, এলামনাই মেম্বার নাঈম তালুকদার, সাধারণ সম্পাদক মাহিবুল আলম রাব্বী, হিউম্যান রিসোর্স অফিসার শাহাজাদ মুন, প্রজেক্ট অফিসার হেদায়েতুল ইসলাম রাজীব, ময়মনসিংহ ডিভিশনের অর্গানাইজিং সেক্রেটারি জাহিদুল ইসলাম টুটুল, ভয়েজ অব ঝিনাইগাতীর সোহেল রানাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।