ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ নির্বাচনী এলাকা থেকে ৪বারের নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য কিংবদন্তি বরেণ্য প্রবীন রাজনীতিবিদ ও নান্দাইলের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জননেতা খুররম খান চৌধুরীর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলার বাহাদুরপুর হাউজে সোমবার (১৭জুলাই) পারিবারিক ও হাসিনা খান চৌধুরী ফুরকানীয় হাফিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠিত হয়।
সকালে মোয়াজ্জেমপুর গ্রামে মরহুমের কবর, জিয়ারত সহ মোনাজাত করা হয়। বাদ জুহুর সাহেব বাড়ী জামে মসজিদে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মোয়াজ্জেমপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দলের সভাপতি মো. এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান. আশরাফ চৌধুরী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনজুরুল হক, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল মরহুমের কর্মবহুল জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে সাহেববাড়ী জামে মসজিদের খতিব মাওলানা শিব্বির হোসেন বাচ্ছু বিশেষ দোয়া পরিচালনা করেন।
২য় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।