কালুখালীর প্রকৌশলী, সার্ভেয়ার সহ ৪ ঠিকাদারকে কারাগারে পাঠিয়েছে আদালত
- আপডেট সময় : ০৫:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ২৪৪ বার পঠিত
কাজ না করে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের সাবেক উপ-সহকারী প্রকৌশলী সহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত।
বুধবার (১২ জুলাই) রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মোছা. জাকিয়া পারভীন। দুদকের আইনজীবী(পিপি) এ্যাড.বিজন কুমার বোস এ তথ্য নিশ্চিত করেছেছে।
আসামিরা হলেন, কালুখালী উপজেলা উপজেলা প্রকৌশলী অধিদপ্তরে (এলজিইডি) সাবেক উপ-সহকারী প্রকৌশল মো. আবুল হোসেন(৫৪)। তিনি বর্তমানে ভোলার চরফ্যাশান উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
কালুখালী প্রকৌশলী অধিদপ্তরের সাবেক সার্ভেয়ার শেখ মো. শফিকুল ইসলাম (৫০), কালুখালী উপজেলার মেসার্স রুমী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো.আশরাফ উদ্দিন(৪৯), পাংশা উপজেলার মেসার্স নাসিম এন্ড ব্রাদার্স এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুকুল হোসেন(৩৮), পাংশা উপজেলার একেএম মেসার্স তাসরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তৌফিক এলাহী(৩৪), পাংশা উপজেলার মেসার্স জাকির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো.জাকির হোসেন মোল্যা(৪৯)।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থ বছরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদের অধিক্ষেত্রে মধ্যে অবস্থিত বিভিন্ন জায়গায় বাস্তবায়িত পাঁচটি প্রকল্পের কাজ যথাযথভাবে না করে ঠিকাদার সহ এলজিইডির সার্ভেয়ার ও উপসহকারী প্রকৌশলী সর্বমোট ৯ লাখ ৫১ হাজার ৭৩৬ টাকা অর্থ আত্মসাত করে।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমলেশ মন্ডল বাদী হয়ে ২০২১ সালে ১৬ জুন বিজ্ঞ আদালতে উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।