সংবাদ শিরোনাম ::
কবিতা
ফসিয়ার রহমান-পাইকগাছা(খুলনা) :
- আপডেট সময় : ১০:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ২৩৬ বার পঠিত
অভিমানী
রোজী সিদ্দিকী
ভালো আছ তুমি?
কেন থাকবো না,
মনে পড়ে না আমায়?
মোটেও না।
আগের মতো হতে পারি না আমরা?
কোন জায়গা নেই;
এভাবে কেন বলছ?
কিভাবে আশা কর?
ভুল কি কেউ করে না?
হয়তো বা করে,
আমি ভুল করেছি,
সেটা তোমার ইচ্ছে,,,,,,
তুমি কি ভুল করনি?
জানি না।
চলনা না আবারও এক হই!
সেটা আর কখনো সম্ভব না।
এমন কেন করছ?
তুমি বাধ্য করেছ,,,,,,,,