অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য
- মাধুরী রানী সাধু
বাজারে গিয়ে মাথায় হাত
এখন কী যে করি!
ব্যাগটা নিয়ে বাজারের মধ্যে
করছি ঘোরাঘুরি।
দ্রব্যমূল্য বেড়ে চলেছে
মাছের বাজার আগুন,
ষড়ঋতুর বাংলাদেশে
আসছে না আর ফাগুন।
চালের দাম ডালের দাম
বেড়েছে তেলের দাম,
এসব কিনতে সাধারণ মানুষ
ঝরাচ্ছে গায়ের ঘাম।
দৈনন্দিন চাহিদা মিটিয়ে এখন
বেঁচে থাকা কঠিন,
সন্ত্রাস-চোর বেড়ে গিয়ে
পাল্টে যাচ্ছে রুটিন।
দারুণ কষ্টে জর্জরিত
সাধারণ মানুষের জীবন,
নুন আনতে পান্তা ফুরোয়
ছিলো কপালের লিখন।