নতুন বছরের প্রথম দিনে উৎসব মূখর পরিবেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ উৎসব পালিত হয়েছে।
১লা জানুয়ারী (সোমবার) দুপুর ১২ টায় উপজেলার মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ও আর্দশ শিশু একাডেমী এর যৌথ আয়োজনে মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে পাঠ্য পুস্তক উৎসব -২০২৪ পালিত হয়েছে।
মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
এছাড়া পাঠ্য পুস্তক উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন,মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান ঝুমুর,কচুয়া উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আজাদ হোসেন বালী,আদর্শ শিশু একাডেমীর পরিচালক মাহাবুবুর রহমান,প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মৃধা সহ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ।
এদিন বই উৎসব উপলক্ষ্যে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী মোবাইদুলে ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ও আর্দশ শিশু একাডেমীর ছাত্র ছাত্রীদের মাঝে বই বিতরণ করেন।
এদিন কচুয়া মডেল প্রাথমিক বিদ্যালয় ও শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় সহ কচুয়া উপজেলার ১৮ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৯৫ টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র,ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।