ইউপি সদস্য মোতালেব শেখের বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩ ১১৩ বার পঠিত
ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ৭ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সদস্য মোতালেব শেখ এর নিজ বাসভবনে নির্বাচন প্রাক প্রস্তুতিমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় ইউপি সদস্য মোতালেব শেখ এর নিজ বাসভবনে লালন ব্যাপারীর সভাপতিত্বে ও আব্দুল কুদ্দুস শেখের সঞ্চালনায় গণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচন কেন্দ্রিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তারা বলেন, সাবেক মেম্বার প্রয়াত মোঃ নিয়ামত আলী শেখের সুযোগ্য পুত্র মোতালেব শেখ দীর্ঘ ১০বছর যাবত এই এলাকার মানুষের আপদে বিপদে পাশে থেকেছেন।
বক্তারা আরো বলেন, ৭ নং ওয়ার্ডের গণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় মেম্বার সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, সামাজিক দ্বন্দ্ব নিরসন, বাল্যবিবাহ রোধ, টিসিবি কার্ড বিতরণ, শিক্ষার মান উন্নয়ন ও মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
৭ নং ওয়ার্ড সদস্য মোতালেব শেখ তার বক্তব্যের শুরুতেই প্রয়াত পিতা-মাতা, বড় ভাই এর আত্মার শান্তি কামনায় অনুষ্ঠানের সকলকে নিয়ে এক মিনিট নীরবতা পালন করেন। ভবিষ্যতে নির্বাচনে বিজয়ী হলে এই ওয়ার্ডবাসীর যেকোনো আপদে বিপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করলেন।