ইউপি সচিবকে মারধরের অভিযোগে মেম্বর আটক
- আপডেট সময় : ০৮:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ২১২ বার পঠিত
টিসিবি পণ্য দেওয়াকে কেন্দ্র করে ফরিদপুরের সদরপুর উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিব সরোয়ার হোসেনকে মারধরের অভিযোগে ইউপি মেম্বর সুমন আকন(৩৭)কে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলার পিয়াজখালী বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত মেম্বর উক্ত ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছৈজদ্দিন খার ডাঙ্গীর নুর আকনের ছেলে।
ইউপি সচিব ছরোয়ার হোসেন জানায়, আমি চেয়ারম্যান-মেম্বরের উপস্থিতিতে জনগণে মাঝে টিসিবি কার্ড বিতরণ করি। তখন ৫নং ওয়ার্ডের সুমন মেম্বর উপস্থিত না থাকায় তার এলাকার জনগণের মাঝে চেয়ারম্যান ও আমি কার্ড বিতরণ করি। তার অনুপস্থিতিতে টিসিবি কার্ড বিতরণ করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে।
পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।
নারিকেল বাড়িয়ার চেয়ারম্যান নাছিরউদ্দিন সরদার ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, বৃহস্পতিবার দুপুরে টিসিকি কার্ড বিতরণকে কেন্দ্র করে ইউপি সচিব সরোয়ার হোসেনকে মারধর করে সুমন মেম্বর।
এ ঘটনায় পুলিশ সুমনকে গ্রেপ্তার করেছে।
সদরপুর থানার এস আই (সেকেন্ড অফিসার) কৃষ্ণ বিশ্বাস জানান, অভিযুক্ত সুমন আকনকে আমরা ঘটনার দিন রাত ১১ টার দিকে গ্রেপ্তার করেছি। আজ শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।