আশুলিয়ায় ডিস ব্যবসা দখলের চেষ্টায় ব্যবসায়ীকে মারধর
- আপডেট সময় : ১০:১১:৩১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ১৮ বার পঠিত
সাভারের আশুলিয়ায় ডিস ব্যাবসা দখল নিতে নাজমুল মোল্লা (৩৫) নামের এক ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী নাজমুল মোল্লা (৩৫) আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার আবুল হোসেন মোল্লার ছেলে। তার সেই এলাকায় ডিস ও ইন্টারনেটের ব্যবসা রয়েছে।
অভিযুক্তরা হলো- আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মজিবর মোল্লার ছেলে কাদের মোল্লা (৪৫), একই এলাকার মাসুম আলীর ছেলে কামরুল মোল্লা (২২)সহ মোঃ সোহাগ মোল্লা (২৮), মোঃ সাদ্দাম হোসেন (২৪), আব্বাস আলী (৩৪) ও মিঠুন মোল্লা (২৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ভুক্তভোগী ব্যবসায়ী বাসা ভাড়া, ইন্টারনেট ও ডিস বিল নিয়ে বাসায় ফেরার পথে নরসিংহপুর বুড়িপাড়ার মোল্লা পাড়া এলাকায় একটি গলির ভিতর থেকে পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্তরা ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ ইট দিয়া এলোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
এ সময় অভিযুক্ত কামরুল মোল্লা ভুক্তভোগীর প্যান্টের পকেটে থাকা নগদ ৩৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগীর নিকট থাকা একটি আইফোন ছিনিয়ে নেয়। পরে তারা ভুক্তভোগীকে বিভিন্ন প্রকার ভয় ভীতি ও হুমকি দিয়ে চলে যায়।
ভুক্তভোগী নাজমুল জানান, তিনি গত ২২ বছর ধরে ওই এলাকায় ডিস ব্যবসা চালিয়ে আসছেন। শুক্রবার রাতে ডিস বিল সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বুড়িপাড়া মোড়ে পৌঁছালে কাদের মোল্লার নেতৃত্বে পাঁচজন তার গতিরোধ করে এবং ডিস বিল কেন তুলতে গেছেন তা জানতে চায়। প্রতিবাদ জানালে তারা তাকে এলোপাথারি মারধর শুরু করে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
তিনি আরও জানান, গত ৭ অক্টোবর রাতে দুর্বৃত্তরা নাজমুলের ডিস লাইনের তার কেটে ফেলে। পরে তিনি ওই ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। এছাড়া, অভিযুক্তরা তাকে প্রতিমাসে ৫০ হাজার টাকা চাঁদা দিতে বলে, না হলে ব্যবসা করতে পারবে না বলেও হুমকি দেয়।
এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে কথা বলা সম্ভব না হওয়ায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, এ ঘটনায় ভুক্তভোগী ডিস ব্যবসায়ী থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।