আশুলিয়ায় অভিযান চালিয়ে কুখ্যাত দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৫ জুন) বেলা ১২টায় এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসান। এর আগে, রোববার (০৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কবিরপুর ইতালি বাজার এলাকায় শফিকুল ইসলামের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রতনপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. সামছুল আলম ওরফে দুদু মিয়া (৩৫)। বর্তমানে তিনি আশুলিয়া থানার কবিরপুর ইতালি বাজার এলাকার শফিকুল ইসলামের ৫ তলা বাড়ীর ২য় তলার ভাড়াটিয়া। অপরজন ঢাকা জেলার আশুলিয়া থানার বাইপাইল বগাবাড়ী বাজার মন্ডল বাড়ী এলাকার হাজী আব্দুল মালেকের ছেলে মো. মোশারফ হোসেন (২৬)। ইতিপূর্বে আটক সামছুল হক দুদুর বিরুদ্ধে একটি ও মোশারফ হোসেনের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল হাসানন জানান, রাতে আশুলিয়ার কবিরপুরের ইতালি বাজার এলাকায় শফিকুল ইসলামের বাড়িতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কুখ্যাত মাদক কারবারি সামছুল হক দুদু ও মোশারফ হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে মোট ২৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৭২ হাজার টাকা।
এসআই আরও জানান, উক্ত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশল অবলম্বনের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থলসহ আশুলিয়ার বাইপাইল ও এর আশপাশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।