আলফাডাঙ্গায় শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরষ্কার পেলেন গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি
- আপডেট সময় : ০৯:০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৪৪ বার পঠিত
জাতীয় সমবায় দিবস উপলক্ষে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা ৩ জন সমবায় সমিতি ও সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়েছে।
শনিবার (০২ নভেম্বর) সকালে আলফাডাঙ্গা উপজেলা হলরুমে এ সম্মাননা প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়ামিন। এ বছর সমবায় দিবসের প্রতিপাদ্য ” “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ”।
অনুষ্ঠানে তিন জনকে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নির্বাহী পরিচালক রেজওয়ান আহমেদের হাতে শ্রেষ্ঠ সমবায়ী (ব্যবসায়ী) সম্মাননা স্মারক তুলেদেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়ামিন।
আস্তা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিমিটেডকে ( ক্ষুদ্র ব্যবসায়ী) মোঃ মুজাহিদুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলেদেন উপজেলা সমবায় কর্মকর্তা
মাজহারুল হক। এবং এবি নাবিক সঞ্চয় ঋণ দান সমবায় সমিতির সভাপতির হাতে সঞ্চয় ঋনদান ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার তুলে দেন আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,,দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ,পশুপালন,ক্ষুদ্র ব্যবসা, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।