ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম

আমরা জনগণের পক্ষে রাজনীতি করি রংপুর জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

শিল্পী আক্তার- রংপুর ব্যুরো
  • আপডেট সময় : ০৯:৫৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ৯০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ রংপুর-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় সংসদ উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আমরা কোন জোট কিংবা মহাজোট করিনি এবং আসন বন্টন করা হয়নি।

আমাদের রাজনীতি সরকারের পক্ষে নয়। সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে যারা তাদের বিপক্ষেও নয়। আমরা জনগণের পক্ষে রাজনীতি করি, জনগণের জন্য কাজ করতে চাই। সেই জন্য রাজনীতি করতে চাই, সেই রাজনীতির জন্য আমাদের দরকার।
গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরে নিজ নির্বাচনী এলাকায় মাহিগঞ্জ ও রেল স্টেশনে পৃথক পৃথক দু’টি লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে নৌকা প্রার্থী ও সমর্থকরা জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, নির্বাচনী অফিস ভাংচুর, পোলিং এজেন্টদের সঙ্গে বৈঠক করে ভোট প্রভাবিত করার মতো কাজ করছে। সে দিক দিয়ে রংপুরে ভালো আছে।
জিএম কাদের বলেন, ভয়ভীতি প্রদর্শনের কারণে জাতীয় পাটির্র ভোটার প্রার্থী ও সমর্থকরা ভীত সন্ত্রন্ত হয়ে পড়ছে। অবস্থাদৃষ্টে এমন মনে হচ্ছে, আওয়ামীলীগ ছাড়া ভোটের মাঠে আর কেউ থাকতে পারবে না।
তিনি আরো বলেন, রংপুরবাসী নিজেদের বঞ্চনার শিকার ও বৈষম্যের শিকার মনে করেন। এজন্যই তারা মনে করেন, জাতীয় পার্টি যদি শক্তিশালী হয় তাহলে রংপুরের উন্নয়ন যেমন হবে, তেমনি বঞ্চনা ও বৈষম্য থেকে রক্ষা পাবেন তারা। আমি নির্বাচিত হলে রংপুরের প্রত্যাশিত উন্নয়ন উপহার দিবো। চিকিৎসা সেবার মান উন্নয়নে হসপিটালের উপর একটি মেগা প্রকল্প চালুর দাবী জানিয়ে তিনি বলেন, দেশে হার্ডএ্যাটাকসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবার মান উন্নয়নে হসপিটালের উপর একটি মেগা প্রকল্প চালু করা জরুরী হয়ে পড়েছে। সেদিকগুলো আমি দেখবো।
অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান, রংপুর জেলার আহবায়ক, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি করর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা মোঃ আলা উদ্দিন মিয়া, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার যূগ্ম আহবায়ক মোঃ শাফিউর রহমান শাফি, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, সহ-সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সভাপতি মোঃ আল-মামুন, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, ২৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহিম পাঠান ও ২৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি টিপু সুলতান রংপুরীসহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।।

ট্যাগস :

আমরা জনগণের পক্ষে রাজনীতি করি রংপুর জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

আপডেট সময় : ০৯:৫৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১ রংপুর-৩ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় সংসদ উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, আমরা কোন জোট কিংবা মহাজোট করিনি এবং আসন বন্টন করা হয়নি।

আমাদের রাজনীতি সরকারের পক্ষে নয়। সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে যারা তাদের বিপক্ষেও নয়। আমরা জনগণের পক্ষে রাজনীতি করি, জনগণের জন্য কাজ করতে চাই। সেই জন্য রাজনীতি করতে চাই, সেই রাজনীতির জন্য আমাদের দরকার।
গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুরে নিজ নির্বাচনী এলাকায় মাহিগঞ্জ ও রেল স্টেশনে পৃথক পৃথক দু’টি লাঙ্গল মার্কার নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে নৌকা প্রার্থী ও সমর্থকরা জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা, নির্বাচনী অফিস ভাংচুর, পোলিং এজেন্টদের সঙ্গে বৈঠক করে ভোট প্রভাবিত করার মতো কাজ করছে। সে দিক দিয়ে রংপুরে ভালো আছে।
জিএম কাদের বলেন, ভয়ভীতি প্রদর্শনের কারণে জাতীয় পাটির্র ভোটার প্রার্থী ও সমর্থকরা ভীত সন্ত্রন্ত হয়ে পড়ছে। অবস্থাদৃষ্টে এমন মনে হচ্ছে, আওয়ামীলীগ ছাড়া ভোটের মাঠে আর কেউ থাকতে পারবে না।
তিনি আরো বলেন, রংপুরবাসী নিজেদের বঞ্চনার শিকার ও বৈষম্যের শিকার মনে করেন। এজন্যই তারা মনে করেন, জাতীয় পার্টি যদি শক্তিশালী হয় তাহলে রংপুরের উন্নয়ন যেমন হবে, তেমনি বঞ্চনা ও বৈষম্য থেকে রক্ষা পাবেন তারা। আমি নির্বাচিত হলে রংপুরের প্রত্যাশিত উন্নয়ন উপহার দিবো। চিকিৎসা সেবার মান উন্নয়নে হসপিটালের উপর একটি মেগা প্রকল্প চালুর দাবী জানিয়ে তিনি বলেন, দেশে হার্ডএ্যাটাকসহ বিভিন্ন রোগের চিকিৎসা সেবার মান উন্নয়নে হসপিটালের উপর একটি মেগা প্রকল্প চালু করা জরুরী হয়ে পড়েছে। সেদিকগুলো আমি দেখবো।
অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান, রংপুর জেলার আহবায়ক, রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি করর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্ঠা মোঃ আলা উদ্দিন মিয়া, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার যূগ্ম আহবায়ক মোঃ শাফিউর রহমান শাফি, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, সহ-সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় সভাপতি মোঃ আল-মামুন, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি মোঃ হাসানুজ্জামান নাজিম, ২৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহিম পাঠান ও ২৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি টিপু সুলতান রংপুরীসহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।।