২০শে সেপ্টেম্বর ২০২৩ বুধবার ৮৬ তম উটান বৈঠকে মাননীয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে দেশের সার্বিক উন্নয়নের বর্ণনা নারীদের সামনে তুলে ধরে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ধারাবাহিক ভাবে উঠান বৈঠক করে আসছেন টানা দু’বারের নির্বাচিত সংসদ সদস্য প্রবীণ আওয়ামী লীগের নেতা জননেতা জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন।
এমপির উদ্যোগে এ উঠান বৈঠক এলাকার তৃণমূলে নারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ঘুরে ঘুরে তুলে ধরার জন্যই প্রাণের নান্দাইলের ১১ নং খারুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আব্দুল্লাহপুর গ্রামে মা-বোনদের সাথে উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি।
নান্দাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নান্দাইল উপজেলা মহিলা লিগের সভাপতি জনাব মনোয়ার হোসেন জুয়েল ২ নং মোয়াজ্জেৃৃমপুর ইউপি চেয়ারম্যান ও নান্দাইল উপজেলার মহিলা লীগের সাধারণ সম্পাদক জনাব তাসলিমা আক্তার শিউলি ১০ নং শেরপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন মিল্টন ভুইয়া,১১ নং খারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান ভূঁইয়া মিন্টু সহ উপজেলার ইউনিয়নের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।