আদিতমারীতে স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩৪ বার পঠিত
লালমনিরহাট জেলার আদিতমারী থানার বিশেষ অভিযানে চলিয়ে অবৈধ মাদকদ্রব্য ০৫ (পাঁচ) বোতল স্কাফ সিরাপ সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে এসআই মোঃ সালেহুর রহমান, এসআই আজিজার রহমান, এএসআই মোঃ মমিনুর রহমান ও এএসআই জাকির হোসেন, সহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আদিতমারী থানাধীন ০২নং ভেলাবাড়ী ইউপির পশ্চিম ভেলাবাড়ী মৌজাস্থ নয়ারহাট বাজারস্থ জনৈক মোঃ রেজাউল করিম এর কম্পিউটারের দোকানের পুর্ব পাশের গলি হইতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১. মোঃ মিন্টু মিয়া (৩৮),এর হেফাজত হতে ০৫ (পাঁচ) বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাফ সিরাপ উদ্ধার করেন।
এবং অপর দুইজন আসামী ২। মোঃ ফারুক মিয়া (৩৪),৩। মোঃ লিমন মিয়া(৩৬), লালমনিরহাটদ্বয় পালিয়ে যায়।
পরবর্তীতে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানার মামলা নং-১৭, তারিখ- ১৫/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিলের ১৪ (ক)/৪১ রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের আদিতমারী থানাধীন ০২নং ভেলাবাড়ী ইউপির পশ্চিম ভেলাবাড়ী মৌজাস্থ নয়ারহাট বাজারে অভিযান চালিয়ে স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়।