আদিতমারীতে গরু,পিকআপসহ গ্রেফতার-২
- আপডেট সময় : ১০:৩২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ৮৮ বার পঠিত
গত ৭ই নভেম্বর ২০২৩ইং অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, নেতৃত্বে এসআই/মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালিয়ে আদিতমারী থানাধীন ০৩ নং কমলাবাড়ী ইউপিস্থ চন্ডিমারী বাজার সংলগ্ন হতে ০২ জন চোর এবং চোরাইকাজে ব্যবহৃত পিকআপ সহ চোরাই ০২ টি গরু উদ্ধার করেন থানা পুলিশ।
এ সময়ে অপর ০২ জন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ আসামী কৌশলে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামি আমিনুর ইসলাম (৬৫), পিতা-মৃত আবুল খা, নাজমুল হক (ড্রাইভার) (২২), পিতা-মৃত সাইদুল হক, পলাতক আসামী ৩। মোঃ নুর ইসলাম (৩২), পিতা- মফিজ উদ্দিন, সকলের সাং- তালুক হরিদাস, থানা- আদিতমারী ও ৪। মোঃ হারুন অর রশিদ @ আবু (২৮), পিতা-মৃত আকবর আলী, সাং-উত্তর জাওরানী, থানা- হাতিবান্ধা, সকলের জেলা- লালমনিরহাট। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে আদিতমারী থানায় একটি মআমলা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক,জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কমলাবাড়ী ইউনিয়ন হতে ০২ জন চোর এবং পিকআপ সহ চোরাই ০২ টি গরু উদ্ধার করেন পুলিশ।