আত্রাইয়ে শিশু যৌন নিপীড়নের অভিযোগে আটক -১
- আপডেট সময় : ১১:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩ ৩২৮ বার পঠিত
নওগাঁর আত্রাইয়ে ছয় বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগে জেহের আলী (৫০) নামে একজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয়রা। এঘটনায় মঙ্গলবার রাতে জেহের আলীর বিরুদ্ধে আত্রাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ওই শিশুর বাবা বলেন, তার শিশু কন্যা মঙ্গলবার বিকেলে খেলাধুলা করছিল। এসময় উপজেলার পাঁচুপুর চার মাথা এলাকার কেদের আলীর ছেলে জেহের আলী শিশুকে খাবার জিনিস খাওয়ার লোভ দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে জেহের আলী শিশুকে যৌন নিপীড়ন করতে থাকে। এসময় শিশু চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে জেহের আলীকে আটক করে। পরে থানাপুলিশে সংবাদ দিলে পুলিশ এসে জেহের আলীকে আটক করে নিয়ে যায়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, শিশুকে যৌন নিপীড়নের সময় স্থানীয়রা জেহের আলীকে আটক করে। এঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে জেহের আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।