নওগাঁর আত্রাইয়ে প্রকাশ্যে দিবালাকে সন্ত্রাসীদের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা (৫০) গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয় ভাঙ্গাজাঙ্গাল বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মানান মোল্লা গতকাল মঙ্গলবার তার নিজ গ্রাম সুদরানা থেকে আত্রাই উপজেলা সদরে আসছিলেন। পথিমধ্যে ভাঙ্গাজাঙ্গাল বাজার এলাকায় পোঁছলে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় সস্ত্রাসী ব্যক্তি মান্নান মোল্লাকে প্রকাশ্যে দিবালোকে চাইনিজ কুড়াল, লোহার রড ও দশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে আহত করে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পর থেকে এলাকা জুড়ে থমথম অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সেখানে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে আমরা তৎপর রয়েছি।
এ সংবাদ লেখা পর্যন্ত এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।