নওগাঁর আত্রাইয়ে ক্যান্সার, কিডনি লিভারসিফিরাসিস ও প্যারালাইসিস রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে এ চেক বিতরণ করেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম।
উপজেলার ১৮ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ৯লাখ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, আত্রাই থানার ওসি তারেকুর রহমান প্রমুখ উপস্তিত ছিলেন।
ক্যান্সার রোগী উপজেলার মধুগুড়নই গ্রামের আইজ উদ্দিন বলেন, সরকারী এ অনুদান পেয়ে আমার চিকিৎসায় সহযোগীতা হবে। পরেশনগর গ্রামের আঞ্জুআরা বিবি বলেন, আমি দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত। চিকিৎসায় অনেক অর্থ ব্যয় হয়েছে। সরকারী এ অনুদান আমাকে অনেক অনুপ্রাণিত করেছে।