আজ খোকা ফিরবে ব’লে __
- আপডেট সময় : ১১:০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮৭ বার পঠিত
আজ খোকা ফিরবে ব’লে __
লেখক: মোছা : তমা খানম
একশত বছর হাঁটছি রেললাইন এর পাড়ে
আজ যোদ্ধাছেলে ফিরবে ব’লে গেছে মা’কে,
মাঝরাতে শুনাগেলো ঢাকার ট্রেনে’র বাঁশি,
খোকা কি তবে,ভুলে গেল ‘ তাঁর মাতৃভূমি ‘ !
পাতে -পানি ঢেলে মায়ের আঁচল কপালে বেঁধে,
ঝাঁপিয়েছে খোকা লাল-রক্তের গাঙ্গে!
বাংলা’র সকল মায়ের মর্যাদা নাকি তাতে,
বুক পেতে গুলিতে ম’রেছে খোকা পথে!
আজ খোকা ফিরবে ব’লে
আঁচল পেতে রেখেছি স্টেশনের পাড়ে!
আমার মতো লক্ষ জননী একই পথে চেয়ে,
সেই -যে খোকা পালিয়ে গেল আর ফেরেনি ঘরে!
খোকা যে আমার রেখে গেছে ‘কাগজে মোড়ানো চিঠি’,
গাঁয়ের মানুষর ভীর হলো
‘আমাদের রফিক আর নাই চাঁচি ‘!
বিশ্ববিদ্যালয়ের আম গাছটির নীচে,
হাজারো রফিক নির্ভয়ে ঘুমিয়ে আছে!
জয় করেছে আমাদের মাতৃভাষা
বুক ছিড়েখুঁড়ে ধূলিতে গড়াল হাজার চাষা!
একুশের প্রহর আর হলোনা আমার,
একুশে’র প্রহর হলো শুধুই ভাষার।
আজ যে হারাইলাম আমার রত্ন
তোমারা কভু ত্রুটি রেখো-না ভাষা’র যত্ন।
আজ ফেব্রুয়ারির একুশ তারিখের ভোর,
ফুলে – ফুলে সাজিয়েছে খোকার কবর!
এ ফেব্রুয়ারি’র হাহাকার শুধুই আমার প্রাণে,
এ শহরে ঘুম হয়-না নিষ্পাপ বালকের টগবগে রক্ত গঙ্গা’র ঘ্রাণে!
হা’য় রে সোনার ছেলে
তোদের জন্যে যুগের পর যুগ নতুন জন্ম কাঁদে !