আগামীকাল খানসামায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
- আপডেট সময় : ০৬:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ ১০ বার পঠিত
দিনাজপুরের খানসামা উপজেলায় সরকারি সফরে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আগামীকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে সফরে আসছেন বলে নিশ্চিত করেছেন খানসামা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ।
জানা যায়, আগামীকাল দুপুর ২টায় কাহারোল উপজেলা থেকে হেলিকপ্টার যোগে খানসামায় আসবেন এরপর ২টা ১৫ মিনিটে উপজেলার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ সেই সঙ্গে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। সর্বশেষ দুপুর ৩টায় উপজেলার পাকেরহাট গ্রোয়াস মার্কেটে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ কালবেলাকে বলেন, উপদেষ্টা মহোদয়ের আগমন উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ শেষ।
এর আগে রোববার আসার কথা থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ, হাসান আরিফের ইন্তেকাল করায় সফরটি বাতিল হয়। পরবর্তীতে নতুন সফরসূচি প্রদান করা হয়।