সংবাদ শিরোনাম ::
অসময়ের বর্ণ্যা____
লেখক -মোছা:তমা খানম
- আপডেট সময় : ০৪:৪৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ২৭৯ বার পঠিত
অসময়ের বর্ণ্যা____
লেখক -মোছা:তমা খানম
ঝড় হয়ে ফুরিয়ে গেল দিবস
অকারণ অসরণ ঘনিয়ে বিবষ!
নিচু কুটির জলে ভাসল, হাসল ঘন বর্ষা,
ছোট্ট কুটিরে অভিমান জুটল, চোখের জলে গাড় বর্ণ্যা!।
এ মাসের নিয়ম ছিল,
গগনতলে উড়াল দিবে অতিথি পাখি
আজ ভয়ংকর বর্ষায় ঘর হলো নদী !
অসময়ে অদ্ভুত উপলব্ধি
আশ্বিন হারিয়ে আষাঢ়ের পায়চারী।
দূরের ঘরে জ্বলছে বাতি
পরিবেশের অভিশাপে ভরন্ত দুপুর হারিয়ে রাত্রি
কেন এ অসময়ে এমন দশা
পথচারী গতি হারিয়ে দিশেহারা ।
বেলকনিতে জলে ডুবেছে
ঠাঁই হয়েছে ঘরের কোণ,
বারান্দাটায় জলে ডুবেছে
সবুজ শ্যামলা উধাও ঘন বন ।
হৈইচৈই জনভীড়ের মাঠ
চোখের পলকে বর্ষার ঘাট,
নৌকা ভাসানো ভীষণ শোক
ভিটা ডোবা অভাগীর শোকের চোখ!।
থমকে থাকা আকাশ বিরাট গম্ভীরে
বুক কেঁপে ওঠে বজ্রপাতের আঘাতে,
এ আঘাত সহ্য করলো পথের শিশু
নতুন সকালে জাগ্রত,নতুন ভোরে বিধু।