২ কেজি গাজা সহ ১ জনকে গ্রেফতার করেছে মাহিগঞ্জ থানা পুলিশ
- আপডেট সময় : ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪ ১৬০ বার পঠিত
রংপুর মেট্রো পুলিশের বিশেষ অভিযানে ১৪ই ফেব্রুয়ারী বুধবার সকাল ৯ঃ২৫ ঘটিকায় মাহিগঞ্জ থানাধীন কল্যানী ইউপিস্থ বড় হাজরা গ্রামের তিনমাথা মোড়ের চলাচলের কাচা রাস্তার উপর থেকে সর্বমোট ২(দুই) কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য শুকনো গাজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি নীল রংয়ের ব্যাটারি চালিত অটোরিক্সা সহ নাছনিয়া আমবাড়ি, থানা-মাহিগঞ্জ, রংপুর মহানগর, রংপুর এলাকার মো: আ: করিম এর ছেলে মো:আরিফ হোসেন (১৯) কে গ্রেফতার করেছে মাহিগঞ্জ থানা পুলিশ।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ উপ- পুলিশ কমিশনার(অপরাধ), আরপিএমপি, রংপুর মহোদয়ের নির্দেশনা মোতাবেক সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন), আরপিএমপি, রংপুর মহোদয় এবং অফিসার ইনচার্জ, মাহিগঞ্জ থানা এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) তসলিম উদ্দিন আহম্মেদ, এসআই (নি:) মাকসুমুল হাসান খালিদ, এএসআই (নি:) রতন চন্দ্র রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাহিগঞ্জ থানার জিডি নং-৫৬১, তারিখ-১৪/০২/২০২৪ খ্রি. মুলে মাহিগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে মাহিগঞ্জ থানাধীন কল্যানী ইউনিয়নের তিনমাথা মোড়ে চেকপোস্ট করাকালীন ধৃত আসামী আরিফ হোসেম (১৯) কে অটোরিক্সা চালিয়ে সাতমাথা যাওয়ার পথে থামার সংকেত দিলে তিনি সিগনাল অমান্য করে গাড়িযোগে পালানোর চেষ্টা করে। উপস্থিত অফিসার ও ফোর্সগন আসামীকে থামাতে সক্ষম হয়। আরিফুলের গাড়ি তল্লাশী করে তার সিটের নীচ হইতে বাদামী রংয়ের স্কচটেপ এর ৩ টি পোটলায় সর্বমোট ০২ (দুই) কেজি মাদকদ্রব্য শুকনো গাজা উদ্ধার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে মাহিগঞ্জ থানার মামলা নং-০৫, তারিখ-১৪/০২/২০২৪খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) রুজু করা হয়েছে।