ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দে ছাত্র ছাত্রীরা বন্ধ করে দিলো কলেজের পার্শ্বরাস্তা পাঁচবিবি থানার থেকে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পাইকগাছায় যৌন নিপিড়নকারী শিক্ষকের বহিস্কারের দাবীতে পুনরায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ দক্ষিণ খুলনার শ্রেষ্ঠ দানবীর মরহুম আলহাজ্ব জি এম সোহরাব আলীর ১৯ তম মৃত্যু বার্ষিকী পালিত পাংশায় সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে কলাগাছ কাটার অভিযোগ আশুলিয়ায় ডিস ব্যবসা দখলের চেষ্টায় ব্যবসায়ীকে মারধর ডুমুরিয়ায় নদীর উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ  ও নদী খননের দাবীতে মানববন্ধন কুড়িগ্রামে যুব সংগঠন কর্তৃক ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরীতে ৩০ জন কিশোর-কিশোরী পেল সম্মাননা

সালথায় অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্থ জরিমানা

শরিফুল হাসান-সালথা ফ‌রিদপুর):
  • আপডেট সময় : ০৯:১৯:০১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ১৫১ বার পঠিত

ফরিদপু‌রের সালথায় অ‌বৈধ ভেক‌্যু মে‌শিন দি‌য়ে মা‌টি কাটার দা‌য়ে ১ জনকে ‌২০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম‌্যমান আদালত। উপ‌জেলার যদুনন্দী ইউ‌নিয়‌নের সাধুহা‌টি এলাকায় বুধবার (৭জুন) দুপু‌রে মা‌টি কাটার সময় আটক ক‌রে অর্থদন্ড দেওয়া হয়।

ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূমি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, যদুনন্দী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ র‌ফিকুল ইসলাম।

ভ্রাম‌্যমান আদালত সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে খবর আ‌সে, উপ‌জেলার যদুনন্দী ইউ‌পির সাধুহা‌টি এলাকায় অ‌বৈধ ভেক‌্যু মে‌শিন দি‌য়ে মা‌টি কাট‌ছি‌লো এক‌টি চক্র। সালথা থানা পু‌লি‌শের এক‌টি বি‌শেষ টিম ঘটনাস্থলে পৌ‌ছে অবৈধভাবে মাটি কাটার সময় চক্রটি‌কে হাতেনাতে আটক ক‌রে। এসময় পার্শবর্তী উপ‌জেলা বোয়ালমা‌রি উপ‌জেলার ডহরনগর এলাকার মৃত সালাম ফ‌কি‌রের ছে‌লে চক্রটির মূল‌হোতা রিপন ফকিরকে আটক ক‌রে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূমি) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট   মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী সাংবা‌দিক‌দের ব‌লেন, ভেক‌্যু মে‌শিন দি‌য়ে অ‌বৈধভা‌বে মা‌টি কাটার সময় হা‌তেনা‌তে রিপন ফ‌কির কে আটক করা হ‌য়ে‌ছে। এসময় ইট ভাটা প্রস্তুত নিয়ন্ত্রণ আইন-২০১৩ ধারায় তা‌কে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

সালথায় অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্থ জরিমানা

আপডেট সময় : ০৯:১৯:০১ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩

ফরিদপু‌রের সালথায় অ‌বৈধ ভেক‌্যু মে‌শিন দি‌য়ে মা‌টি কাটার দা‌য়ে ১ জনকে ‌২০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছে ভ্রাম‌্যমান আদালত। উপ‌জেলার যদুনন্দী ইউ‌নিয়‌নের সাধুহা‌টি এলাকায় বুধবার (৭জুন) দুপু‌রে মা‌টি কাটার সময় আটক ক‌রে অর্থদন্ড দেওয়া হয়।

ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূমি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন, যদুনন্দী ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ র‌ফিকুল ইসলাম।

ভ্রাম‌্যমান আদালত সূ‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে খবর আ‌সে, উপ‌জেলার যদুনন্দী ইউ‌পির সাধুহা‌টি এলাকায় অ‌বৈধ ভেক‌্যু মে‌শিন দি‌য়ে মা‌টি কাট‌ছি‌লো এক‌টি চক্র। সালথা থানা পু‌লি‌শের এক‌টি বি‌শেষ টিম ঘটনাস্থলে পৌ‌ছে অবৈধভাবে মাটি কাটার সময় চক্রটি‌কে হাতেনাতে আটক ক‌রে। এসময় পার্শবর্তী উপ‌জেলা বোয়ালমা‌রি উপ‌জেলার ডহরনগর এলাকার মৃত সালাম ফ‌কি‌রের ছে‌লে চক্রটির মূল‌হোতা রিপন ফকিরকে আটক ক‌রে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূমি) ও নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট   মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী সাংবা‌দিক‌দের ব‌লেন, ভেক‌্যু মে‌শিন দি‌য়ে অ‌বৈধভা‌বে মা‌টি কাটার সময় হা‌তেনা‌তে রিপন ফ‌কির কে আটক করা হ‌য়ে‌ছে। এসময় ইট ভাটা প্রস্তুত নিয়ন্ত্রণ আইন-২০১৩ ধারায় তা‌কে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।