শেরপুর থেকে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিয়েছিলেন ২০ হাজার নেতা-কর্মী
- আপডেট সময় : ০৮:২৮:১৭ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ৮৬ বার পঠিত
প্রায় সাড়ে চার বছর পর আজ ১১ মার্চ শনিবার ময়মনসিংহ বিভাগীয় আওয়ামী লীগের জনসমাবেশে যোগ দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখহাসিনা।
চতুর্থবারের মতো বঙ্গবন্ধু কন্যার ময়মনসিংহ আগমন ঘিরে শেরপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করে।
জেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবি লীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের
প্রায় ২০হাজার নেতাকর্মী।
১১ মার্চ সকালে বাস মিনিবাস ও প্রাইভেট কাড়ে করে সড়ক পথে শেরপুর থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন নেতাকর্মীরা। নেতৃত্ব দেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।
শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু জানান, শেরপুর জেলা থেকে আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী ও শুভানুধ্যায়ী ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে উপস্থিত হয়েছিলেন। সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু বলেন, নতুন কমিটি গঠর হওয়ার পর জেলার নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।
তাই আমাদের প্রিয় নেতৃকে ও মাননীয় প্রধান মন্ত্রীর মুখের কথা শুনতে সমাবেশে যোগ দেন হাজার হাজার নেতাকর্মী।
তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও তাঁর ঐকান্তিক ইচ্ছার ফসল ময়মনসিংহ বিভাগের অভূতপূর্ব এই উন্নয়ন।