রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৯:৩২:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ৪৬৯ বার পঠিত
পদ্মাকন্যা খ্যাত রাজবাড়ী জেলার ৩৯তম জন্মদিন উপলক্ষে জেলার সবচেয়ে সুনামধন্য সংগঠন রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে রাজবাড়ী সরকারী কলেজের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনির সভাপতিত্বে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজ’র অধ্যক্ষ হোসনেয়ারা খাতুন।
রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন এর এডমিন ডাঃ নিষাদ আলমগীরের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এডমিন ক্যাপ্টেন ডাঃ মোঃ সুমন ও সাধারণ সম্পাদক মিথুন আফরোজ সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
রাজবাড়ী জেলার ৩৯তম জন্মদিন উপলক্ষে এক সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করে রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন। অনলাইন ভিত্তিক এ প্রতিযোগিতায় ফটোগ্রাফি, গান, কবিতা ও চিত্রাঙ্কন চারটি বিভাগে প্রায় ৬শত প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে প্রতি বিভাগ থেকে ৫ জন করে মোট ২০ প্রতিযোগীকে বিজয়ী ঘোষনা করে বিচারক মন্ডলী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন রনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রাজবাড়ী হেল্পলাইন সর্বদায় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সেই সাথে রাজবাড়ী জেলার তৃণমূল পর্যায়ে অবহেলায় পরে থাকা মেধাবী সহ নানা গুনের অধিকারী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের যথাযথ সম্মান দিয়ে আসছে।
তিনি আরও বলেন, রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন রয়েছে দক্ষ কার্যনির্বাহী পরিষদ, যারা সবসময় জেলার সকল সামাজিক কাজ করে থাকে। আমি আশা করি সকলের সহযোগিতায় রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশন বাংলাদেশের একটি রোল মডেল সংগঠনে পরিণত হবে।
এ সময় সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।