মানব সমাজ উন্নয়ন পরিকল্পনার শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১০:২৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ২৫৩ বার পঠিত
শেরপুর জেলায় শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। এতে দরিদ্র অসহায় মানুষ শীত বস্ত্রের অভাবে চরম দূর্ভোগ পোহাচ্ছে।
এপর্যন্ত সরকারের ত্রাণ মন্ত্রণালয় শেরপুর জেলার জন্য ৩১ হাজার ৩ শ ৯০ টি কম্বল বরাদ্দ প্রদান করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় বিতরণ করা হয়েছে।
বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। আজ ১৪ জুন বিকেলে হেরুয়া বালুরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক স্থানে শতাধিক দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
সংস্থার চেয়ারম্যান ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ছামিউল হক, বালুরঘাট মডেল স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম সাদা, ব্যবসায়ী হারুন অর রশীদ, সংস্থার কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন রাসেল, সবুজ আন্দোলন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল আওয়াল পাপুল, সাংবাদিক শামসুল ইসলাম, প্রকৌশলী শেখ সাইদ আহমেদ সাবাব প্রমুখ।
এসময় শীতার্ত মানুষের পাশে সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সংস্থার চেয়ারম্যান মেরাজ উদ্দিন।