ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম

মাদ্রাসায় পাঠদান বন্ধ করে নৌকা ভ্রমণে ছাত্রী ও শিক্ষকদের নাচানাচি ভিডিও ভাইরাল

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ১০:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ২৪২ বার পঠিত

জামালপুরের সরিষাবাড়ীতে চর জামিরা নবাব আলী দাখিল মাদ্রাসায় নৌকা ভ্রমণের শিক্ষক ও ছাত্রীদের নাচানাচির ভিডিও ভাইরাল হয়েছে ৷ সোমবার (২৮ আগস্ট) সকাল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় এক সহস্রাধিক আইডি থেকে পোস্টের মাধ্যমে ফেসবুক,টিকটকে ছড়িয়ে পড়লে উপজেলায় সমালোচনার ঝড় ওঠে।

জানা গেছে, ২৮ আগস্ট জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা নবাব আলী দাখিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ১০০ জন নৌকায় করে শিক্ষা সফরে যান। এ সময় নৌকায় উচ্চস্বরে গান বাজানো হলে সেই গানের তালে নাচতে শুরু করেন মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও ছাত্রীরা। নৌকা ভ্রমনে সুপার ইদ্রিস আলী, জহুরুল কেরানী,দপ্তরী সুলতান, মনির মাষ্টার,জাহাঙ্গীর মাষ্টার সহ কয়েকজন শিক্ষক ছাত্রীদের নিয়ে নৌকা ভ্রমনে সিরাজগঞ্জের ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে জামিরা পাচকাদা বিল থেকে রওনা হয়। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।তবে সুষ্টু তদন্তের মাধ্যমে শিক্ষকদের বহিষ্কারের দাবী জানান সচেতন মহল ও এলাকাবাসী।

তবে এলাকাবাসী ও স্থানীয়রা বলছেন, শিক্ষা সফরের নামে গানের সঙ্গে শিক্ষক ও ছাত্রীদের নাচ কোনো সভ্য সংস্কৃতির মধ্যে পড়ে না।

সিফাত হাসান নামের একজনে ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন,যাত্রা এবং ঢোল বাজনা বাদ্যযন্ত্র এগুলা ইসলাম পরিপন্থী কাজ নয়। গান বাজনা হলো হারা।মাদ্রাসা হলো নবীর ঘর। আজ যা দেখলাম মাদ্রাসা হুজুর এবং জেনারেল শিক্ষক মিলে যে আয়োজন করেছে তা ইসলামের ক্ষতির উদ্দেশ্য এদের কাজ। এর জন্য দায়ী এলাকার প্রতিটি পরিবার। যাই হোক মুসলমান হিসাবে একটা দাবি এটার একটা বিচার হওয়া দরকার আজ মাদ্রাসা গান বাজনা হলো কাল মাদ্রাসা মাঠে যাত্রাও হতে পারে।

আরেকজনে লিখেছেন, মাদ্রাসা হলো নবীর ঘর। আজ যা দেখলাম মাদ্রাসা হুজুর এবং ছাএী শিক্ষক মিলে যে অসিলতা করতাছে তা ইসলামের দৃস্টিতে যায়েজ না। এর জন্য দায়ী এলাকার প্রতিটি পরিবার এবং প্রতিটি শিক্ষক এবং কমিটি বৃন্দ। যাই হোক মুসলমান হিসাবে একটা দাবি এটার একটা বিচার হওয়া দরকার আজ মাদ্রাসা গান বাজনা হলো কাল মাদ্রাসা মাঠে যাত্রাও হতে পারে।

তবে বিষয়টির সত্যতা স্বীকার করে চর জামিরা নবাব আলী দাখিল মাদ্রাসার সুপার ইদ্রিস আলী বলেন, পিংনিকে গেলে পোলাপানে আমুত করবেই। আমুত ফুর্তি করেই তো পিংনিকে যায় তাই না। ছাত্রীদের অনুরোধে মাষ্টাররা নেচেছে এবং ছাত্রীরা হাত তালি দিয়েছে। এটা বেশি কিছু হয়নি থেকে কত কিছু মানুষে করে ফেলে।আমরা সরকার বা রাষ্ট্র বিরোধী কোন কাজ করিনি।
তবে চর জামিরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদ জানান, গতকাল সুপার এসেছে এরা পিংনিকে যাবে। পিংনিকে নাচানাচি করা উচিৎ হয়নি।
এ দিকে এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক এ এটা খুবই খারাপ কাজ করেছে। মাদ্রাসা হিসেবে এ ধরনের কাজ মোটেই গ্রহণ যোগ্য না। বিশয়টি সম্পর্কে খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদ্রাসায় পাঠদান বন্ধ করে নৌকা ভ্রমণে ছাত্রী ও শিক্ষকদের নাচানাচি ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১০:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে চর জামিরা নবাব আলী দাখিল মাদ্রাসায় নৌকা ভ্রমণের শিক্ষক ও ছাত্রীদের নাচানাচির ভিডিও ভাইরাল হয়েছে ৷ সোমবার (২৮ আগস্ট) সকাল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় এক সহস্রাধিক আইডি থেকে পোস্টের মাধ্যমে ফেসবুক,টিকটকে ছড়িয়ে পড়লে উপজেলায় সমালোচনার ঝড় ওঠে।

জানা গেছে, ২৮ আগস্ট জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর জামিরা নবাব আলী দাখিল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ১০০ জন নৌকায় করে শিক্ষা সফরে যান। এ সময় নৌকায় উচ্চস্বরে গান বাজানো হলে সেই গানের তালে নাচতে শুরু করেন মাদ্রাসার কয়েকজন শিক্ষক ও ছাত্রীরা। নৌকা ভ্রমনে সুপার ইদ্রিস আলী, জহুরুল কেরানী,দপ্তরী সুলতান, মনির মাষ্টার,জাহাঙ্গীর মাষ্টার সহ কয়েকজন শিক্ষক ছাত্রীদের নিয়ে নৌকা ভ্রমনে সিরাজগঞ্জের ইকো পার্কে যাওয়ার উদ্দেশ্যে জামিরা পাচকাদা বিল থেকে রওনা হয়। এ ঘটনায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।তবে সুষ্টু তদন্তের মাধ্যমে শিক্ষকদের বহিষ্কারের দাবী জানান সচেতন মহল ও এলাকাবাসী।

তবে এলাকাবাসী ও স্থানীয়রা বলছেন, শিক্ষা সফরের নামে গানের সঙ্গে শিক্ষক ও ছাত্রীদের নাচ কোনো সভ্য সংস্কৃতির মধ্যে পড়ে না।

সিফাত হাসান নামের একজনে ফেসবুকে পোস্ট দিয়ে লিখেছেন,যাত্রা এবং ঢোল বাজনা বাদ্যযন্ত্র এগুলা ইসলাম পরিপন্থী কাজ নয়। গান বাজনা হলো হারা।মাদ্রাসা হলো নবীর ঘর। আজ যা দেখলাম মাদ্রাসা হুজুর এবং জেনারেল শিক্ষক মিলে যে আয়োজন করেছে তা ইসলামের ক্ষতির উদ্দেশ্য এদের কাজ। এর জন্য দায়ী এলাকার প্রতিটি পরিবার। যাই হোক মুসলমান হিসাবে একটা দাবি এটার একটা বিচার হওয়া দরকার আজ মাদ্রাসা গান বাজনা হলো কাল মাদ্রাসা মাঠে যাত্রাও হতে পারে।

আরেকজনে লিখেছেন, মাদ্রাসা হলো নবীর ঘর। আজ যা দেখলাম মাদ্রাসা হুজুর এবং ছাএী শিক্ষক মিলে যে অসিলতা করতাছে তা ইসলামের দৃস্টিতে যায়েজ না। এর জন্য দায়ী এলাকার প্রতিটি পরিবার এবং প্রতিটি শিক্ষক এবং কমিটি বৃন্দ। যাই হোক মুসলমান হিসাবে একটা দাবি এটার একটা বিচার হওয়া দরকার আজ মাদ্রাসা গান বাজনা হলো কাল মাদ্রাসা মাঠে যাত্রাও হতে পারে।

তবে বিষয়টির সত্যতা স্বীকার করে চর জামিরা নবাব আলী দাখিল মাদ্রাসার সুপার ইদ্রিস আলী বলেন, পিংনিকে গেলে পোলাপানে আমুত করবেই। আমুত ফুর্তি করেই তো পিংনিকে যায় তাই না। ছাত্রীদের অনুরোধে মাষ্টাররা নেচেছে এবং ছাত্রীরা হাত তালি দিয়েছে। এটা বেশি কিছু হয়নি থেকে কত কিছু মানুষে করে ফেলে।আমরা সরকার বা রাষ্ট্র বিরোধী কোন কাজ করিনি।
তবে চর জামিরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদ জানান, গতকাল সুপার এসেছে এরা পিংনিকে যাবে। পিংনিকে নাচানাচি করা উচিৎ হয়নি।
এ দিকে এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক এ এটা খুবই খারাপ কাজ করেছে। মাদ্রাসা হিসেবে এ ধরনের কাজ মোটেই গ্রহণ যোগ্য না। বিশয়টি সম্পর্কে খোজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।