মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ফাঁসির দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০১:১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ২৫১ বার পঠিত
জামালপুরের মাদারগঞ্জে সাবেক ইউপি সদস্য ও জোড়খালী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি ও বর্তমান জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি জহুরুল হক হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামীদের ফাঁসির দাবিতে মাবনবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৩ আগষ্ট) সকালে জোড়খালী ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওবায়দুর রহমান বেলাল,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহালী খান,জোড়খালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,জাতীয় শ্রমিকলীগ মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি সর্দার আব্দুল হাই মেম্বার প্রমুখ। বক্তারা গ্রেপ্তারকৃত সকল আসামীদের বিচার দাবি ও পলাতক আসামী দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
মানবন্ধনে সহস্রাধিক মানুষ অংশ নেয়। উল্লেখ, গত গত ২২ জুলাই রাত ১১টার দিকে জোড়খালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সাবেক যুবলীগ ও বর্তমান শ্রমিকলীগ নেতা নেতা জহরুল হক আতামারী বাজার থেকে মটরসাইকেল যোগে তার বাড়ি ফুলজোড় ফেরার পথে তার বাড়ির কাছাকাছি একটি মাদ্রাসা সংলগ্নে পৌছালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হোন।
পরদিন রাত ২৩ জুলাই নিহত জহুরুল হকের বড়ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে বর্তমান ইউপি সদস্য উজ্জল সরকারকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।